এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শাসকদলের সংখ্যালঘু সেলে বড়সড় ভাঙন ধরালো বিজেপি

শাসকদলের সংখ্যালঘু সেলে বড়সড় ভাঙন ধরালো বিজেপি

বিজেপি মানেই ‘হিন্দুত্ত্ববাদী’ দল এই তকমা কি ধীরে ধীরে মুছে যাচ্ছে? তিন তালাকের ‘সাফল্যের’ পর নরেন্দ্র মোদির দলের উপর ধীরে ধীরে আস্থা বাড়ছে সংখ্যালঘুদের? এমনটাই দাবী বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্ত্বের। আর সেই দাবিকে মান্যতা দিয়ে গতকাল বসিরহাটে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক সংখ্যালঘু কর্মী যোগ দিলেন বিজেপিতে। বিজেপি সূত্রের খবর, গতকাল সেখানে এক কর্মিসভার আয়োজন করেছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, যেখানে রাজ্যের শীর্ষনেতারাও উপস্থিত ছিলেন। আর তাঁদের উপস্থিতিতেই শাসকদলের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে একাধিক সংখ্যালঘু তৃণমূল কর্মী বিজেপির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। বিজেপিতে যোগ দিয়ে তাঁদের বক্তব্য, উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছিলাম কিন্তু তৃণমূল নেতারা শুধু নিজেদের উন্নয়ন ও স্বার্থ টাই দেখলো!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!