এখন পড়ছেন
হোম > অন্যান্য > কলকাতা ময়দান, ফুটবল, মাদক, আফ্রিকান ফুটবলার! জমজমাট রহস্য, জেনে নিন বিস্তারিত ভাবে

কলকাতা ময়দান, ফুটবল, মাদক, আফ্রিকান ফুটবলার! জমজমাট রহস্য, জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে এখন সিনেমা হল, মাল্টিপ্লেক্স সবই অতীত। তাই অগত্যা ওটিটি প্ল্যাটফর্মই ভরসা। সে দর্শকই হোক বা চলচ্চিত্র নির্মাতা। দর্শকদের ক্ষেত্রে সিনেমা দেখতে আর চলচ্চিত্র নির্মাতাদের ক্ষেত্রে নতুন কাজ দর্শকদেরকে দেখাতে এখন ওটিটি প্লাটফর্মই অন্ধের যষ্টি। তবে কেবলমাত্র সিনেমাই নয় বিভিন্ন ওয়েব সিরিজও মাতিয়ে রেখেছে সিনে দর্শককে। ইতিমধ্যেই একে একে হিন্দি বাংলা মিলিয়ে অনেকগুলি সিনেমা আত্মপ্রকাশ করেছে এই প্লাটফর্মে। সে জায়গায় এবার দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে সিনেমা অভিনয়ের খাতিরে নয় বরঞ্চ এবারে তিনি ক্যামেরার পিছনে।

সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত একটি ছবি অনলাইন প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে। জি ফাইভে সদ্য মুক্তি পেয়েছে তার ট্রেলার। ছবিটির নাম ‘তিকিতাকা’। গল্পের নেপথ্যে রয়েছে বাঙালি আর বাঙ্গালী প্রিয় ফুটবল। তাহলেই ব্যাস, জমে ক্ষীর যাকে বলে। এখন শুধু সম্পূর্ণ সিনেমাটি রিলিজ করার অপেক্ষা। পরিচালকের কাছে খবর নিয়ে জানা গেল এতদিন মুক্তি পাওয়ার অপেক্ষাতেই ছিল সিনেমাটি। কিন্তু করোনা পরিস্থিতিতে ধীরে ধীরে তা পিছিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত অনলাইন প্লাটফর্মেই ছবি রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়। সেনেগাল থেকে কলকাতায় আসা এক ফুটবলারের ঘটনাচক্রে মাফিয়াদের খপ্পরে পড়ার কাহিনী শোনাবে এই ছবি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

‘খেলেছি আজগুবি’ নামের গল্পের নায়ক কমবয়সি এক ফুটবলার। সুদূর আফ্রিকা থেকে যে কলকাতায় এসেছেন নিজের প্যাশন নিয়ে অর্থ উর্পাজনের আশায়। নেপথ্যে ‘খেলেছি’র মায়ের অসুস্থতা। তাই চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। তাই একরকম বাধ্য হয়েই তাকে আসতে হয় কলকাতায়। তবে, কলকাতায় সদ্য আশা ‘খেলেছি’ ঘটনাচক্রে জড়িয়ে পড়ে এক মাফিয়াচক্রে। এরপর তার সঙ্গে আলাপ হয় রাজু এবং বনির। রাজু একজন ট্যাক্সিচালক এবং বনি একজন সাংবাদিক। সিনেমায় ট্যাক্সিচালক রাজুর চরিত্রে অভিনয় করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় আর সাংবাদিক বনির চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী।

সাংবাদিক বনির দৌলতেই খবর ছড়িয়ে পড়ে যে, কলকাতা শহরে একজন নামকরা আফ্রিকান ফুটবলার এসেছেন। দুই খ্যাতনামা ফুটবল দল ‘ইয়ংবেঙ্গল’ এবং ‘নতুন বাগান’ নিজেদের মধ্যে সেই নিয়ে ঝামেলা শুরু করে যে কোন দলে নাম লেখাবে ‘খেলেছি আজগুবি’। সিনেমায় ‘ইয়ংবেঙ্গল’ এবং ‘নতুন বাগান’ দলের কোচের চরিত্রে যথাক্রমে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে। শাশ্বত চট্টোপাধ্যায়কেও দেখা যাবে ‘পি.কে দা’র চরিত্রে। যাঁর পূর্বপুরুষ জমিদার থাকলেও তিনি বর্তমানে যে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত সেটা দেখাবে এই সিনেমা।

তবে পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ছবির নাম হিসেবে ‘খেলেছি আজগুবি’ হওয়ার কথা ছিল। যেহেতু গল্পে নায়কের নাম সেটাই। তাই মানাবেও ভালো। অন্যদিকে দূরদেশ থেকে কলকাতায় আসা সেই ফুটবলারের চরিত্রের সঙ্গেও খানিকটা মেলানো যাবে। কিন্তু পরে ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের কথা মাথায় রেখে নাম পরিবর্তন করে ‘তিকিতাকা’ করা হয়। সেনেগালের থেকে আগত ফুটবলার ‘খেলেছি’, ট্যাক্সি ড্রাইভার রাজু আর সাংবাদিক বনিকে নিয়েই এগিয়েছে পুরো গল্পের অ্যাডভেঞ্চার। জানা গেছে, কমেডি বেসড এই ছবির গল্প লিখেছেন রোহন ঘোষ এবং সৌভিক বন্দ্যোপাধ্যায়। তবে ছবির ট্রেইলার দেখে এটা অনুমান করায় গেছে যে গল্পটা লিখতে তারা বেশ দক্ষ। আর কমেডি হিসেবে এটা যে দর্শকের মনে যথেষ্ট ফুর্তি যোগাবে তাতে কোনো সন্দেহ নেই। তাই আগেভাগেই গল্পের কিছুটা আস্বাদ নিতে ট্রেলার দেখতে একবার জি ফাইভে ঢুঁ মারলেও মারতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!