এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগে কঠোর হচ্ছেন অনুব্রত? এই নির্দেশ না মানলেই পদ হারাবেন তৃণমূল নেতারা? বাড়ছে জল্পনা

ভোটের আগে কঠোর হচ্ছেন অনুব্রত? এই নির্দেশ না মানলেই পদ হারাবেন তৃণমূল নেতারা? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে দলকে সাফল্যের দিকে নিয়ে যেতে ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলার বেশ কিছু স্থানে সেইসঙ্গে তাঁর দায়িত্ব প্রাপ্ত পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বেশকিছু স্থানে বেশ কয়েকবার বুথ ভিত্তিক কর্মীসভার আয়োজন করেছেন।

প্রসঙ্গত দুদিন আগে সিউড়ির ২ নম্বর ব্লকের তৃণমূলের একটি বুথ কর্মী সম্মেলনে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সংশ্লিষ্ট এলাকার এক রাস্তার বেহাল অবস্থার কথা বেশ তীক্ষ্ণ ভাষায় ব্যক্ত করেছিলেন মাজিগ্রাম এলাকার জনৈক তৃণমূল বুথ সভাপতি গণেশ রায়। জেলা সভাপতিকে তিনি বলেছিলেন, ” ২ টাকা কেজি চাল, যুবশ্রী, কন্যাশ্রী, বৃদ্ধ ভাতা পেলেও সাধারণ মানুষের প্রাথমিক চাহিদা রাস্তা, পানীয় জল-যা আমরা পাইনি।”

বুথ সভাপতি গণেশ রায়ের এই বক্তব্যের পরই ক্ষুব্দ অনুব্রত মণ্ডল তৎক্ষণাৎ তাঁকে এই বুথ সভাপতির পদ থেকে অপসারিত করেন। তাঁর এই অপসারণ নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয় স্থানীয় তৃণমূল শিবিরে। সম্প্রতি কেতুগ্রাম-১ বুথ ভিত্তিক কর্মী সভায় অনুব্রত মণ্ডল স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে, দলের গাইডলাইন অমান্য করলে তৎক্ষণাৎ পদ থেকে বহিষ্কার করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুব্রত মন্ডলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রাম ১ ব্লকের কাঁদরা অঞ্চলে তৃনামলের একটি বুথ ভিত্তিক দলীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কাঁদরার কৃষিমান্ডিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে স্থানীয় বুথ স্তরীয় তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়াভাবে অনুব্রত মণ্ডল জানান, ” যারা দলের গাইডলাইন মানবেন না তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।”

এই নির্দেশের পাশাপাশি বুথ স্তরীয় তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি জানালেন যে, প্রতিমাসে অন্তত ১৫ দিন তৃণমূল দলের জনসংযোগ বাড়াতে সংশ্লিষ্ট এলাকার সমস্ত বাড়িতে ঘুরবেন এই নেতারা। সমস্ত বাড়িতে ঘুরে ঘুরে স্থানীয় মানুষের সমস্ত সুবিধা-অসূবিধা, অভাব-অভিযোগ সম্পর্কে বিস্তারিত ভাবে খোঁজখবর নেবেন তাঁরা। যারা এভাবে এলাকাবাসীদের বাড়ি যাবেন না তাদেরকে শীঘ্র অপসারিত করা হবে পদ থেকে।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল আরো জানালেন যে, কেতু গ্রাম ১ ব্লকের যে সমস্ত বুথে ভোটার সংখ্যা অধিক সেগুলিতে ১৩ টি পরিবারের দেখাশোনার জন্য ২ জন করে পুরুষ সদস্য, ১ জন মহিলা সদস্য নিয়োজিত থাকবেন। আর যে সমস্ত বুথে ভোটার সংখ্যা কম সেখানে ২ জন করে পুরুষ তৃনমূল সদস্য, ১ জন করে তৃণমূল মহিলা সদস্য ৯ টি পরিবারকে দেখাশোনা করবেন। আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সমস্ত এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দিলেন তিনি। এর সঙ্গেই অঞ্চল সভাপতি দের প্রতি মাসে অন্তত ১৫ দিন করে এলাকার সমস্ত বুথে যোগাযোগের নির্দেশও দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!