এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য রাজনীতির চাণক্য কি উবে গেলেন? পর্দার আড়ালে থাকা নিয়ে নানা চর্চা!

রাজ্য রাজনীতির চাণক্য কি উবে গেলেন? পর্দার আড়ালে থাকা নিয়ে নানা চর্চা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় তাকেই বলা হত, বাংলার রাজনৈতিক চাণক্য। রাজ্য রাজনীতি কোন পথে এগোচ্ছে, কি হতে পারে ভবিষ্যতে, তা আগেভাগেই নির্ধারণ করে দিতেন মুকুল রায়। কিন্তু সেই মুকুল রায়ের বর্তমান দশা এত খারাপ কেন? কেন তিনি রাজ্য রাজনীতি থেকে বহু দূরে রয়েছেন? একসময় তার ভবিষ্যৎ বাণী নিয়ে চর্চা হতো টেলিভিশন মিডিয়াগুলোতে। কিন্তু এবার তার বিভিন্ন মন্তব্য নিয়ে চর্চা হচ্ছে বাংলার রাজনৈতিক মহলে। তৃণমূল হোক বা বিজেপি, যখন যে দলে থেকেছেন, অত্যন্ত সচেতন ভাবেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে মুকুল রায়কে। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যুক্ত হওয়ার পর থেকেই পারিবারিকভাবে ধাক্কা আসে মুকুল রায়ের। সহধর্মিনীর বিয়োগ হয়ত সেই ভাবে মেনে নিতে পারেননি তিনি।

তারপর তার দলবদল নিয়ে বিজেপির পক্ষ থেকে লাগাতার কটাক্ষ এবং তার পিএসসি চেয়ারম্যান হওয়ার নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। আর এর মাঝেই মুকুল রায়ের পক্ষ থেকে তৃণমূলে থাকা সত্ত্বেও বিজেপির হয়ে লড়লে তিনি আবার জিতবেন বলে মন্তব্য করেন। স্বাভাবিক ভাবেই তার এই ধরনের মন্তব্য নিয়ে চর্চা আরও বাড়তে শুরু করে রাজনৈতিক মহলে। অনেকেই বলতে শুরু করেন, মুকুল রায় শারীরিক অসুস্থতার কারণে এমন মন্তব্য করছেন। আবার অনেকে বলেন, কৌশলগত কারণেই তার এই মন্তব্য। তবে যে কোনো কারণেই হোক, এক সময় যে মুকুল রায়ের রাজ্য রাজনীতি সম্পর্কে মন্তব্য নিয়ে চর্চা হত, এখন তিনি রাজনীতিতে থেকেও শত যোজন দূরে বলেই মনে করছেন একাংশ।

বলা বাহুল্য, সেভাবে আর টেলিভিশন মিডিয়ার সামনে আসতে দেখা যাচ্ছে না মুকুল রায়কে। একাংশ বলছেন, তৃণমূলে আসার পরেও যেভাবে তিনি বিজেপির হয়ে মন্তব্য করছেন, তাতে তার বর্তমান দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে। তাই সেই কারণে তাকে হয়ত টেলিভিশন মিডিয়ার সামনে যেতে বারণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শারীরিক অসুস্থতার কারণ হোক কিংবা রাজনৈতিক কৌশল, তৃণমূল কংগ্রেস মুকুল রায়ের মন্তব্যে যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে। আর তাই হয়তো প্রকাশ্যে আসতে থাকে দলের তরফ থেকে বারণ করে দেওয়া হয়েছে বলেই দাবি করছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তা নিয়ে অবশ্য যথেষ্ট বিতর্ক রয়েছে। মুকুলবাবুর অনুগামীদের অবশ্য দাবি, দাদা এখন সুস্থ রয়েছেন। তাই তিনি সেভাবে প্রকাশ্যে আসছেন না। কিন্তু যে মুকুল রায় একসময় ভবিষ্যৎ রাজ্য রাজনীতি সম্পর্কে সকলকে ধারণা দিতেন কিংবা পথ দেখাতেন, সেই মুকুল রায়ের বেশ কিছুদিন ধরে বিভিন্ন মন্তব্য এখন অনেকের কপালে চিন্তার ছাপ ফেলে দিতে শুরু করেছে।সমালোচকদের একাংশের বক্তব্য, 2021 এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও মুকুল রায়ের মন পড়ে রয়েছে ভারতীয় জনতা পার্টিতে। তাই কথায় কথায় তিনি বিজেপির পক্ষে মন্তব্য করছেন। সত্যিই তো তাই! মুকুল রায় তো চট করে বেফাঁস মন্তব্য করার মানুষ নন।

তৃণমূলে যোগদান করার পর থেকেই তার মধ্যে যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তার মধ্যে অন্যতম তার এই ধরনের বেফাঁস মন্তব্য। তৃণমূলে থেকেও বিজেপির হয়ে মন্তব্য করছেন তিনি। যা একদিকে যেমন তার বর্তমান দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দিচ্ছে, ঠিক তেমনই বাড়তি হাতিয়ার পেয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। তবে অনেকে আবার বলছেন, খেলা এখনও বাকি রয়েছে। রাজনৈতিক কৌশল খুব ভালই বোঝেন মুকুল রায়‌। আর সেই কৌশলের কারণে যে তিনি এমন মন্তব্য করছেন না, তা নিশ্চিত করে কেউ বলতে পারবেন না। তবে কেন এমন পরিস্থিতি হল মুকুল রায়ের, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি ভাবতে চলেছেন তিনি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!