এখন পড়ছেন
হোম > জাতীয় > ক্রমশ বাড়ছে ধর্মীয় অসহিষ্ণুতা! মন্দিরে নামাজের ‘বদলা’ নিতে ইদগাহে হনুমান চলিশা পাঠ ৪ যুবকের

ক্রমশ বাড়ছে ধর্মীয় অসহিষ্ণুতা! মন্দিরে নামাজের ‘বদলা’ নিতে ইদগাহে হনুমান চলিশা পাঠ ৪ যুবকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– এতদিন ‘লভ জিহাদ’এর পর সামনে এসেছে ‘জমি জিহাদ’এর ঘটনা। সম্প্রতি, মুসলিম মৌলবাদের এই দুই ঘটনাকে নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদীদের। সেইসঙ্গে এবার সামনে এসেছে ‘মন্দির জিহাদ’ ঘটনা। কিছুদিন আগেই মথুরার একটি মন্দিরে জোর করে নমাজ পড়ার ঘটনায় ‘মন্দির জিহাদের’ অভিযোগ সামনে এসেছিল।

সেইসময় ৪ জন অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছেন নন্দ বাবা মন্দিরের পুরোহিতই।।এই ঘটনায় ফয়জল খান নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মন্দির কাণ্ডের আগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাতেও ওই ব্যক্তিকে শামিল হতে দেখা গিয়েছিল বলে জানা গেছে।

ওই মন্দিরের পুরোহিত কানহা গোস্বামীর মতে, মন্দিরে ঢুকে রামচরিত মানস থেকে বেশ কয়েকটি লাইন পড়ে সেইনব্যক্তি। সেইসঙ্গে বেশ কয়েকজন খ্যাতনামা সাধুর সঙ্গেও নিজের ছবি দেখিয়েছিল। বস্তুত ফয়জলের মুখে শ্লোক শুনে তিনি খুশিই হয়েছিলেন বলে জানান তিনি।

কিন্তু তারপরই নাকি মন্দিরের এক নির্জন স্থানে গিয়ে ফয়জল ও চাঁদ মহম্মদ নামের তার সঙ্গী বিনা অনুমতিতে নমাজ পাঠ শুরু করে। তাদের সঙ্গে আসা আলোক রতন ও নীলেশ গুপ্তা নামের আরও দুই ব্যক্তি নমাজ পড়ার দৃশ্য ক্যামেরায় রেকর্ড করে বলেও জানান তিনি। তবে তাঁর মতে, মন্দিরে ভিনধর্মের মানুষের প্রবেশ নিয়ে তাঁর কোনও আপত্তি থাকলেও এরা পবিত্র স্থানটির মহিমা নষ্ট করার চেষ্টা করেছে। তাই তিনি এর প্রতিবাদ করেছেন বলেই জানিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইদগাহে হনুমান চল্লিশা পাঠ করতে দেখা গেছে চার যুবককে। যা নিয়ে আবারও উত্তেজনা তৈরী হয়েছে। এই ঘটনাতে উত্তরপ্রদেশের বারসানা রোডের চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। যদিও ওই চার যুবক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই কাজ করেছেন বলে দাবি করেছেন। সে কথা মানতে নারাজ পুলিশ।

বস্তুত, মঙ্গলবার উত্তরপ্রদেশের বারসানা রোডের ইদগাহে চার যুবক হনুমান চল্লিশা পড়তে শুরু করেন বলে জানা যায়। শুধু তাই নয়, সেই সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিও দেন। এই ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ যায় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের মতে এলাকার শান্তি-সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিলেন অভিযুক্তরা।

জানা গেছে, ধৃতদের নাম হল সৌরভ, রাঘব মিত্তাল, কানহা ও কৃষ্ণ ঠাকুর। যদিও চার যুবক দাবি করেছেন যেভাবে নন্দ বাবা মন্দিরে যেমন নমাজ পড়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল, সেভাবেই তাঁরা করতে চেয়েছিলেন। কিন্তু এই প্রসঙ্গে মথুরার এসএসপি বলেন কেউ আইনের ঊর্ধ্বে নন। যে বা যারা আইন ভাঙবে বা আইন-শৃঙ্খলা নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!