এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ভুয়ো সমবায়ে ভয় পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার ঋন, তীব্র চাঞ্চল্য বর্ধমানে

ভুয়ো সমবায়ে ভয় পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার ঋন, তীব্র চাঞ্চল্য বর্ধমানে

সত্যি! কি বিচিত্র এই বঙ্গ! এবার ভুয়ো সম্পর্ক দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ঋন নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল কাটোয়া মুলটি কৃষ্ননগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে। সূত্রের খবর, একমাস আগে কাটোয়া 2 ব্লকের শ্রীবাটি পঞ্চায়েতের সমবায় ম্যানেজারের বিরুদ্ধে রাজ্য কো অপারেটিভ সোসাইটিতে একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা। মূলত আর্থিক অনিয়মের বিরুদ্ধেই করা হয়েছিল এই অভিযোগ।

এদিকে স্থানীয়দের তরফে এই অভিযোগ পাওয়ার পরই রাজ্য সমবায় দপ্তর নড়েচড়ে বসে। তরিঘরি রেজিস্ট্রার অব কো অপারেটিভ সোসাইটির যুগ্ম নিবন্ধক ইন্দ্রনীল ভট্টাচার্যের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি এবং ভিজিল্যান্সের ডিএসপি এই কাটোয়ায় তদন্ত করতে আসে। আর এই উচ্চপদস্থ অফিসারদের উপস্থিতিতেই গত 11 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত এই পূর্ব বর্ধমান রেঞ্জ 2 কাটোয়া অফিসের যে সমস্ত গ্রাহকেরা ঋন নিয়েছিলেন তাদের শুনানি চলতে শুরু করে। আর এইখানেই কার্যত চোখ কপালে উঠে যায় তদন্তকারীদের। কেননা, এই সমবায়ের সদস্য সংখ্যা 526 জন থাকলেও ঋনগরহীতার সংখ্যা রয়েছে 1283 জন। কিন্তু কেন এমনটা হল?

এর কারন হিসাবে তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন তুললে এই ঋন নেওয়ার ব্যাপারে তারা কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই ঋন গ্রহীতারা। তাঁদের অভিযোগ, ম্যানেজার কিষান ক্রেডিট কার্ডের পাশবই হাতিয়ে নিয়েছে। এমনকী সদস্য না হঢ়েও এক ব্যাক্তির একাধিকবার মোটা অঙ্কের ঋন নেওয়া হয়েছে। যেখানে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে স্থানীয় কাঠগড়ায় তোলা হয়েছে বর্ধমান সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ককে। কেননা এই ব্যাঙ্কের মাধ্যমেই এই ঋন দেওয়া নেওয়া হত বলে অভিযোগ। অন্যদিকে এই ঘটনার সাথে মহাভারতেরও বিস্তর মিল পাচ্ছেন তদন্তকারীরা। তবে মহাভারতে দ্রৌপদীর পাঁচজন স্বামী থাকলেও সাতজন স্বামী দেখিয়ে এই ঋন নেওয়া হয়েছে।

জানা গেছে, মুলটি গ্রামের ওই মহিলা সাতবার ঋন নেওয়ার সময় বারেবারেই তাঁর স্বামীর নাম পাল্টেছেন। আর এখানেই হতভম্ব অনেকে। অন্যদিকে তদন্তকারীদের পক্ষ থেকে বৈধভাবে ঋন নেওয়া 287 জন গ্রাহককে খুজে পাওয়া গেলেও বাকি 996 জনের সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না। ঠিক কে রয়েছে এই ঘটনার পেছনে? এদিন এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এই সমবায়ের এক গ্রাহক বলেন, “ম্যনেজার আমাদের টিপসই এবং পাশবুক হাতিয়ে নিয়ে এইসব করেছে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এই ঘটনায় মূল অভিযুক্ত সেই সমবায়ের ম্যানেজার। তবে তদন্তে অনেক গরমিল পাওয়ায় ওই সমবায়ের কাগজপত্ত সিল করে দেওয়া হয়েছে বলে জানান সমবায়ের পূর্ব বর্ধমান রেঞ্জ 2 এর সহ নিয়ামক বনানী দাস চক্রবর্তী। সব মিলিয়ে ভুয়ো সমবায়ে একাধিক স্বামীর নাম উল্লেখ করে লক্ষ লক্ষ টাকা ঋন নেওয়ায় চরম চাঞ্চল্য ছড়াল বর্ধমানে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!