এখন পড়ছেন
হোম > জাতীয় > ভূমি পুজোর দিন অযোধ্যায় বড়সড় জঙ্গিহানা ও নাশকতার ছক? গোয়েন্দা রিপোর্টে চড়ছে দুশ্চিন্তার পারদ

ভূমি পুজোর দিন অযোধ্যায় বড়সড় জঙ্গিহানা ও নাশকতার ছক? গোয়েন্দা রিপোর্টে চড়ছে দুশ্চিন্তার পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিনের প্রতীক্ষা। কবে রাম মন্দির তৈরীর সূচনা হবে, তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশবাসী। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে ওঠার পর আগামী 5 আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূত্রপাত হতে চলেছে। তবে এই 5 আগস্ট দিনটি কেন্দ্রের মোদি সরকারের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এই দিন রাম মন্দির নির্মাণে ভূমিপূজা এবং শিলান্যাস অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সেই জম্মু কাশ্মীরের 370 ধারা অবলুপ্তি করা হয়েছিল। ফলে এবার সেই অবলুপ্তির প্রথম বর্ষপূর্তি।

আর মোদি সরকারের ক্ষেত্রে যখনই 5 আগস্ট গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধার্য করা হয়েছে, ঠিক তখনই সেই দিনটিকে বেছে নিয়ে সন্ত্রাসবাদীরা তাদের সলতে পাকানো শুরু করেছে বলে খবর পাওয়া গেল। জানা গেছে, বড়সড় নাশকতার লক্ষ্যে পাক-আফগান জঙ্গি গোষ্ঠীর সদস্য প্রায় 25 জনের একটি দল আলাদা আলাদাভাবে ভারতে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই নেপাল এবং পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে তারা ভারতে ঢুকে পড়েছে বলে খবর। আর এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি রিপোর্ট আসতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত রাজ্যকে আগামী 5 থেকে 15 আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ এই দিনে যে বড়সড় নাশকতার একটি আশঙ্কা করা হচ্ছে এবং তার জন্যই যে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্র, তা বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের 5 আগস্ট জম্মু-কাশ্মীরকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। অবলুপ্তি করা হয়েছিল 370 ধারা অনুচ্ছেদের। কিন্তু এখনও পর্যন্ত কাশ্মীরে কোনো স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। প্রায় প্রতিদিনই সন্ত্রাসবাদীদের সঙ্গে যুদ্ধ চলছে নিরাপত্তাবাহিনীর। তাই এমন পরিস্থিতিতে যখন রাম মন্দির নির্মাণের দিন হিসেবে 5 আগস্টকে কাজে লাগানো হচ্ছে, ঠিক তখনই সীমান্তে এই ব্যাপারে জঙ্গী নাশকতা হতে পারে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা।

যেহেতু আগামী 5 আগস্ট অযোধ্যায় এই রাম মন্দির নির্মাণের সূচনায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই সেখানে আগে থেকেই নিরাপত্তার কড়াকড়ি করা হচ্ছে। জানা গেছে, এই শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মাত্র 200 জন ব্যক্তিকে। তাছাড়া মূল মন্দির প্রাঙ্গণে আর কেউই উপস্থিত থাকতে পারবেন না। এমনকি মিডিয়ার ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। অর্থাৎ জঙ্গিরা এই দিনটিকে বেছে নিয়ে নাশকতার চেষ্টা করছে বলে খবর পাওয়ার সাথে সাথেই সমস্ত রকম তদন্তে আঁটোসাঁটো ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র সরকার। স্বাভাবিকভাবেই একদিকে 370 ধারা বর্ষপূর্তি এবং অন্যদিকে রাম মন্দির নির্মাণের সূচনার দিনে যখন দেশবাসী উচ্ছ্বসিত, ঠিক তখনই জঙ্গি নাশকতার খবর আতঙ্কিত করছে সকলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!