এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এখনও অগাস্ট আসেনি, আগে থেকে সেপ্টেম্বরে কী হবে তা বুঝছেন কি করে? সকাল সকাল বিস্ফোরক দিলীপ!

এখনও অগাস্ট আসেনি, আগে থেকে সেপ্টেম্বরে কী হবে তা বুঝছেন কি করে? সকাল সকাল বিস্ফোরক দিলীপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে দেখা দিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কদিন আগেই সাপ্তাহিক লকডাউন ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুরোপুরি হয়নি। তাই আগস্ট মাস জুড়ে বিভিন্ন সময়ে থাকছে রাজ্যজুড়ে লকডাউন। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগস্ট মাসে যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে আগামী সেপ্টেম্বর মাস থেকে স্কুল-কলেজ শর্তসাপেক্ষে খোলার ব্যবস্থা করা যেতে পারে।

আর তাই নিয়ে বর্তমানে সমাজের সমস্ত স্তরে চলছে আলোচনা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের জেরে ইতিমধ্যে বিরোধী শিবির থেকে পাল্টা মন্তব্যও করা চলছে। এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন। রাজ্য বিজেপি সভাপতি এদিন বলেন, ‘স্কুল খুলবেন বলছেন। এখনো আগস্ট আসেনি, আগে থেকে সেপ্টেম্বরে কি হবে তা বুঝছেন কি করে? রাজনীতি করা হচ্ছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিন রাজ্য বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, যখন সেন্ট্রাল বোর্ড সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল তখন রাজ্য সরকারের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল। তাহলে সেপ্টেম্বর মাসের স্কুল খোলার পরিকল্পনা করার পেছনে কি কারণ! অবশ্য তিনি নিজেও দাবি করেছেন, পরিস্থিতি অনুকূল হলে সবকিছুই খোলা উচিত। অন্যদিকে সাপ্তাহিক লকডাউনের মধ্যে শুক্রবারকে না ঢোকানো নিয়ে এদিন রাজ্য বিজেপি সভাপতি সরকারের দিকে আঙ্গুল তুলে তীব্র অভিযোগ করেন। তাঁর মতে, শুক্রবারকে লকডাউন ক্যালেন্ডারের মধ্যে না ঢোকানোর পেছনে রাজনীতি রয়েছে।

কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠার দিন যেভাবে লকডাউন ডাকা হল, তা কিন্তু যথেষ্ট পরিকল্পনামাফিক। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউনের নীতি মেনে কড়া লকডাউন পালন হচ্ছে। আর তার জেরেই রেকর্ডহারে সুস্থতার সংখ্যা বাড়ছে বলে দাবি রাজ্য সরকারের। সে ক্ষেত্রে আগস্ট মাসে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবেই স্কুল খোলা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর স্কুল খোলার ব্যাপারে ইতিবাচক কথা শোনার পর স্বাভাবিকভাবেই রাজ্যের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে যথেষ্ট খুশির হাওয়া। তবে পুরোটাই নির্ভর করছে আগস্ট মাসে কতজন সুস্থ হয়ে উঠতে পারেন রাজ্যজুড়ে তার ওপর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!