এখন পড়ছেন
হোম > অন্যান্য > ধুলোর মাধ্যমেও ছড়াতে পারে করোনা? নতুন সমীক্ষায় বড়সড় আতঙ্কে উড়তে চলেছে ঘুম

ধুলোর মাধ্যমেও ছড়াতে পারে করোনা? নতুন সমীক্ষায় বড়সড় আতঙ্কে উড়তে চলেছে ঘুম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এতদিন হাঁচি কিংবা কাশি থেকে করোনা ভাইরাস ছড়ায় বলে জানা গিয়েছিল। যার কারণে এখন সকলের সাথে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব পালন করেই সকলকে চলতে হচ্ছে। কেননা যত দিন যাচ্ছে, তত করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে। কিন্তু এবার সেই করোনা নিয়ে আরও এক উদ্বেগজনক তথ্য সামনে এল। জানা গেছে, সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে, যদি করোনা রোগী কোনো কথা বলেন, তাতেও তার ড্রপলেট বাতাসে ভাসমান ধূলিকণায় মিশে অন্য ব্যক্তিকে আক্রান্ত করতে পারে।

শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সঙ্গে নির্গত ড্রপলেটের মাধ্যমে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই সমীক্ষায় এখন রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে সকলের মধ্যে। এতদিন হাঁচি এবং কাশির মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে জানা যাচ্ছিল। যার কারণে মানুষ বাইরে বের হতে শুরু করেছিলেন। কিন্তু এবার যেভাবে ধূলিকনার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে জানানো হল, তাতে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই আক্রান্ত ব্যক্তির ড্রপলেট বাতাসে ভাসমান ধূলিকণাকে হাতিয়ার করে কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, এখন তা নিয়ে শুরু হয়েছে গবেষণা। কেননা এমনিতেই করোনা ভাইরাস ভারতবর্ষে বর্তমানে গোষ্ঠী সংক্রমনের আকার নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত তেমনভাবে এর কোনো প্রতিষেধক না থাকায় সমস্যা বাড়তে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে ধূলিকণার মাধ্যমেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে যে সমীক্ষা সামনে এল, তাতে সাধারণ মানুষের মধ্যে যে চিন্তা বৃদ্ধি পাচ্ছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

এদিন এই প্রসঙ্গে আমেরিকার এই সমীক্ষক দলের প্রধান জিয়ারং হং বলেন, “ঘরের ভিতর কিভাবে সংক্রমণ ছড়াতে পারে, সেটা বোঝার জন্য এই সমীক্ষা চালানো হয়। আরো নিশ্চিত হতে আরও কিছু সমীক্ষার প্রয়োজন‌। তবে আমাদের সমীক্ষায় এটা স্পষ্ট হয়েছে যে, ভেন্টিলেশন ব্যবস্থা কি রকম হওয়া উচিত, যাতে ড্রপলেট ছড়াবে না। এই বিষয়ে পরবর্তী পর্যায়ে সমীক্ষা চালানো হচ্ছে।” সব মিলিয়ে এখন করোনা ভাইরাস বাড়বাড়ন্তের পেছনে নতুন করে একটি কারণ সামনে আশায় রীতিমত আশঙ্কা তৈরি হল। তবে বিশিষ্ট এই সংস্থার পরবর্তী সমীক্ষায় কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!