এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নৃশংশ হত্যা যুব তৃণমূল কর্মীর! অভিযোগের তীর বিজেপির দিকে! গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা অভিযোগ!

নৃশংশ হত্যা যুব তৃণমূল কর্মীর! অভিযোগের তীর বিজেপির দিকে! গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের পদধ্বনি দিনেদিনে যতই স্পষ্ট হতে শুরু করেছে, ততই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিভিন্ন দলের কর্মী-সমর্থকদের মধ্যে বারবার দেখা যাচ্ছে মতান্তর, বচসা, খুনোখুনি, সংঘর্ষ। বিভিন্ন রাজনৈতিক দলের পারস্পরিক সংঘর্ষে বিভিন্ন দলের কর্মীর খুন, জখম হবার ঘটনা সম্প্রতি রোজকার বিষয় হয়ে উঠেছে। এই আবহে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের জনৈক যুবশক্তি কর্মীর মৃতদেহ উদ্ধার করা হল ধানক্ষেতে। আর তাঁকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে।

স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক এর এক নম্বর কুসুমদার বেলাড় গ্রামের জনৈক বাসিন্দা হলেন ২২ বছর বয়স্ক সন্দীপ সুর। তিনি তৃণমূলের একজন সক্রিয় যুবশক্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার বালিচকে দিনের বেলায় তিনি তাঁর মাসির বাড়িতে গিয়েছিলেন। এরপর দিন গেল, সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো কিন্তু বাড়িতে তিনি ফিরছেন না। তাকে দিয়ে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পরে তাঁর বাড়ির লোকেরা।

শেষ পর্যন্ত সন্দীপ সুরকে খুঁজতে বেরিয়ে পড়েন তার পরিবারের লোকেরা। এরপর গতকাল রাত এগারটার সময়, তাঁর বাড়ি থেকে কিছু দূরে রাস্তার ধারে এক ধান ক্ষেতের মধ্যে তার মৃতদেহ পরে থাকতে দেখা যায়। এই ঘটনায় তৎক্ষণাৎ পিংলা থানায় খবর দেওয়া হয়। স্থানীয় পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে নিয়ে যায়।

যুব তৃণমূল কর্মী সন্দীপ সুরের এই অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে তাঁর মা বর্ণালী সুর অভিযোগ করেছেন যে, তাঁকে হত্যা করা হয়েছে। মৃত সন্দীপ সুরের প্রতিবেশী পিংলা গ্রামের জনৈক বাসিন্দা প্রশান্ত জানা তাঁর প্রসঙ্গে জানিয়েছেন, ” ও বেশ কিছুদিন আগে তৃণমূলের ঢুকেছিল। ভাল ছেলে ছিল, কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। ভাইকে খুন করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের এই যুব সদস্যের অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বকে। তাদের অভিযোগ বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই এই হত্যাকান্ড ঘটেছে। এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শেখ সাবেরথি বলেছেন, “ মৃত সন্দীপ সুর আমাদের নব্য যুবশক্তির কর্মী ছিলেন। বেশ কিছুদিন আগে তৃণমূলে যুক্ত হন। এলাকায় ভাল কাজ করছিল। আর এটা সহ্য না করতে পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীকে খুন করেছে। ”

তবে এই মৃত্যু প্রসঙ্গে তৃণমূল ব্লক সভাপতিরর অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে পিংলা ব্লকের পশ্চিম মন্ডল বিজেপি সভাপতি প্রত্যুষ হোড় বলেছেন, ” এটা তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে সমস্যা, তার জেরে খুন হয়েছে। এই ঘটনায় বিজেপির কোনও কর্মী জড়িত নয়।”

এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, সন্দীপ স্বাভাবিক মৃত্যুর এই ঘটনার সঙ্গে বিজেপির কোনভাবেই জড়িত। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের উত্থাপিত এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

শেষ পর্যন্ত সন্দ্বীপ সুরের স্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পিংলা থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দিতে দেখা যায়নি পিংলা থানার পুলিশকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!