এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের সকালেই মিলল ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ, অভিযোগের তীর তৃণমূলের দিকে

ভোটের সকালেই মিলল ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে চলছে চতুর্থ দফার নির্বাচন। এই নির্বাচন ঘিরে ব্যস্ততা তুঙ্গে রাজনৈতিক দলগুলির। তবে নির্বাচনের প্রথম পর্ব থেকেই ভোটের আবহে বেড়ে চলেছে রাজ্যে রাজনৈতিক হিংসা। চতুর্থ দফার নির্বাচনে আবারও মৃত্যুর ঘটনা। আর এই নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ শনিবার সকালে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল হাওড়ার উলুবেরিয়া থেকে। যথারীতি গেরুয়া শিবিরের ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছে এই ঘটনায় এবং তাঁদের অভিযোগের তির তৃণমূলের দিকে। তবে কীভাবে গেরুয়া শিবিরের ঐ ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে কিন্তু এখনো যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

সূত্রের খবর, উলুবেড়িয়া পূর্বের শ্যামসুন্দর চকের বাসিন্দা হলেন নন্দ নস্কর। বেশ কিছুদিন যাবৎ তিনি গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন। গতকাল গভীর রাত পর্যন্ত তিনি দলের কাজ করছিলেন এলাকায়। তিনি দলীয় পতাকা লাগাতে ব্যস্ত ছিলেন। বাড়ি ফেরার পরেও নন্দ বাবুর সঙ্গে বেশ কিছু ব্যক্তি দেখা করতে আসেন। এরপর শনিবার সকালে বাড়ির বারান্দা থেকে নন্দ নস্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বিজেপি নেতারা বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার দরুন নন্দ নস্করকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার বিজেপির তরফ থেকে বলা হয়েছে মৃত্যুর কারণ অজানা থাকলেও এর পেছনে তৃণমূলের হাত থাকতে পারে বলে। তবে বিগত বেশ কয়েকটি বিজেপি মৃত্যুতে তৃণমূলকে দায়ী করলেও তদন্তে কিন্তু উঠে এসেছে অন্য তথ্য। তবে নন্দ নস্করের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতা। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে দিয়েছে তৃণমূল শিবির। প্রসঙ্গত, চতুর্থ দফার ভোটে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে।

ভোটের সকাল থেকেই মৃত্যুমিছিল। ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শীতলকুচিতে ভোট দিতে গিয়ে প্রথমবার গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সিতাই এলাকাতেও এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এসব ঘটনার পেছনে নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলছেন রাজনৈতিক মহলের একাংশ। এর কারণ রাজ্যজুড়ে এবার নজিরবিহীন নিরাপত্তার জারি করা হয়েছে। রেকর্ডসংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে, তা সত্ত্বেও এড়ানো যাচ্ছে না মৃত্যুর ঘটনা যেগুলিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!