এখন পড়ছেন
হোম > অন্যান্য > খোদ মন্ত্রীর ঘরে চুরি, সোনাদানা-টাকাকড়ি নয়, চুরি হয়ে গেল কম্পিউটার

খোদ মন্ত্রীর ঘরে চুরি, সোনাদানা-টাকাকড়ি নয়, চুরি হয়ে গেল কম্পিউটার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমজনতার ঘরে চুরি হওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়.সেক্ষেত্রে সোনা-দানা, টাকাকড়ি চুরির কথা সামনে আসে। তদন্ত হয়, কখনো চোর ধরা পড়ে কখনো পড়েনা। কিন্তু এবার সামনে এল অন্যরকম চুরি। যে সে চুরি নয়, একেবারে আইনমন্ত্রীর ঘরে ঢুকে চোর চুরি করেছে। এই চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরী করেছে। কলকাতার বুকে মহাকরণে একটি অস্বভাবিক চুরির ঘটনা সামনে এসেছে।  জানা যাচ্ছে আইন মন্ত্রী মলয় ঘটকের অফিস থেকেই চুরি হয়ে গিয়েছে এবং টাকাপয়সা নয়, চুরি হয়েছে দুটি কম্পিউটার।

রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এই চুরি নিয়ে। অনেকেই এই চুরির পেছনে আসল কারণ খোঁজায় ব্যস্ত। গোটা অফিসে কোথাও কম্পিউটার খুঁজে না পেয়ে অবশেষে খবর দেওয়া হয় নিকটবর্তী হেয়ার স্ট্রীট থানায়। জানা গেছে, আইন মন্ত্রী মলয় ঘটকের ঘর থেকে দুটি কম্পিউটার পাওয়া যাচ্ছেনা। এই নিয়ে দফতরের কর্মীরা জানিয়েছেন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সৌমিত্র মন্ডলের টেবিল থেকে একেবারে কিবোর্ড, মনিটর, সিপিইউসমেত কম্পিউটার উধাও হয়ে গিয়েছে।  একটি নয়, দু-দুটি কম্পিউটারে একইভাবে উধাও হয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে এই চুরির ঘটনার তদন্ত লালবাজারের অ্যান্টি বাগলারি সেকশনে গিয়েছে। লালবাজার থেকেও এই ঘটনার পেছনে অন্য কোন ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি লালবাজারের গোয়েন্দাদের পক্ষ থেকে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি চলছে অফিসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ। অনেকেই প্রশ্ন তুলেছেন, কি এমন গুরুত্বপূর্ণ তথ্য ছিল ওই কম্পিউটারে, যে একেবারে উধাও করে দিতে হলো! আর এই সব প্রশ্নের উত্তর খুঁজে চলেছে লালবাজারের তদন্তকারী অফিসাররাও।

তদন্ত করে আপাতত তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন, কম্পিউটার দুটি 28 শে জুন সোমবার অফিস বন্ধ হবার পর চুরি হয়েছে। অন্যদিকে মনে করা হচ্ছে, কোনো একজনের পক্ষে এভাবে সম্পূর্ণ কম্পিউটার সরিয়ে ফেলা সম্ভব নয়। একটি কম্পিউটারকে পুরোপুরি একজায়গা থেকে অন্য জায়গায় সরাতে যেখানে একজনে হয়না, সেখানে দু দুটি কম্পিউটার উধাও হয়েছে। অতএব এই ঘটনার পেছনে বড় কোনো চক্র আছে কিনা তা অবিলম্বে খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!