এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরেই নরেন্দ্র মোদিকে ধাক্কা দিয়ে মন্ত্রীত্ত্ব ছাড়লেন এনডিএ শরিকের শীর্ষনেতা

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরেই নরেন্দ্র মোদিকে ধাক্কা দিয়ে মন্ত্রীত্ত্ব ছাড়লেন এনডিএ শরিকের শীর্ষনেতা

সামনেই আসতে চলেছে লোকসভা ভোট। আর তার আগে মোদী শাহের রক্তচাপ বাড়িয়ে বিজেপির সঙ্গ ছাড়ছেন জোটসঙ্গী উপেন্দ্র কুশওয়াহা। এই নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। আজ সোমবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর তিনি জানান যে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়লেন তিনি। প্রসঙ্গত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এখানেই শেষ নয় মোদী শাহকে আরো বড় ধাক্কা দিয়ে আজ দিল্লিতে বিরোধীদের মহাজোট বৈঠকেও অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।

জানা গেছে যে, ২০১৪ সালে এনডিএ-তে যোগ দিয়েছিলেন নীতীশ কুমারের বিরোধী হিসেবে পরিচিত উপেন্দ্র কুশওয়াহা। কিন্তু নীতীশ কুমার এনডিএ-তে ফিরে আসায় কিছুটা কোনঠাসা হয়ে পড়েছিল কুশওয়াহ। শোনা যাচ্ছিলো আসন সমঝোতা নিয়েও নাকি অসন্তুষ্ট ছিলেন কুশওয়াহ।

বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিলো যে আগামী লোকসভা নির্বাচনে আরএলএসপির জন্য মাত্র ২ টি আসন ছাড়তে রাজি হয়েছিল বিজেপি। কিন্তু ২০১৪ লোকসভায় আরএলএসপির ৩ জন সাংসদ জয়ী হয়েছিলেন। তাই কোনো কিছুর বিনিময়েই আর জয়ী আসন ছাড়তে রাজি হননি উপেন্দ্র কুশওয়াহ। আর তাই মন্ত্রিত্ব ছাড়ার কথা একপ্রকার নিশ্চিত করে নিয়েই বিরোধীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। যার ফলস্বরূপ আজ নয়াদিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ও জানা গেছে আজ দিল্লিতে বিরোধীদের মহাজোট বৈঠকেও অংশ গ্রহণ করবেন।

এদিন মন্ত্রিত্ব ছেড়ে তিনি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন যে, ‘মোদি সরকার বিহার তথা গোটা দেশের মানুষকে আচ্ছে দিন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ওবিসি, দলিতদের জন্যও সুবিচার করতে পারেনি সরকার।’

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিকমহলের ধারণা এই যে, যেহেতু বিহারে দলিত ভোটারদের মধ্যে উপেন্দ্র কুশওয়াহর একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে তাই ২০১৯ এর ভোটে এর প্রভাব পড়তে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!