এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহকে ‘মুখ’ করেই বাংলায় পঞ্চায়েত নির্বাচনে যেতে চলেছে রাজ্য বিজেপি

অমিত শাহকে ‘মুখ’ করেই বাংলায় পঞ্চায়েত নির্বাচনে যেতে চলেছে রাজ্য বিজেপি

আজ শনিবারই ঠিক হয়ে যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের সময়সূচী। দলীয় সূত্রে খবর পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং জাতীয় সহ সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এর উপস্থিতিতেই কোর কমিটির বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরসূচি চূড়ান্ত করবেন রাজ্যের নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের বিচারে এখনও পঞ্চায়েত নির্বাচনের তারিখ স্থির হয়নি তাই এখনই অমিত শাহ রাজ্য সফর হয়ে গেলে, নির্বাচনের আগে অবধি রাজ্যের মানুষের মনে বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্যের রেষ নাও থাকতে পারে।

আর এপ্রিলে একবার সফর হয়ে গেলে, পরবর্তী সফরের জন্যে অন্তত এক মাসের অপেক্ষা করতে হবে। এদিকে মে মাসে কর্ণাটকের নির্বাচন নির্ধারিত রয়েছে। রাজ্য বিজেপির এক সিনিয়র নেতা জানান, ”এপ্রিল মাসের ৮, ৯, ১২, ১৩ তারিখে উনি আসবেন বলে কথা আছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দিন তো ঠিক হয়নি। সেক্ষেত্রে আমরা চাইব এপ্রিলেই উনি আসুন। নয়তো মে মাসের শেষে ছাড়া আর ওঁকে এ রাজ্যে আনা সম্ভব হবে না।” এদিন শিবপ্রকাশ জানালেন, ”কোর কমিটির বৈঠকের মূল অ্যাজেন্ডা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!