এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘রেজোলিউসন’ ভুলে ইন্দিরা গান্ধীও এখন ব্রাত্য!

‘রেজোলিউসন’ ভুলে ইন্দিরা গান্ধীও এখন ব্রাত্য!


এই বছর আর উদযাপিত হলো না ইন্দিরা গান্ধীর জন্মদিন! গত ১৯শে নভেম্বর ছিল ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মশতবর্ষ। কিন্তু দল বদলের পর শ্রদ্ধা জানাতেও ভুলে গেলেন বেলডাঙা পুরসভার পুরপ্রধান ভরত ঝাওর, অথচ পুরসভার রেজোলিউসনে পরিষ্কার লেখা রয়েছে, পুরসভা যে সব মণিষীর মূর্তি প্রতিষ্ঠা করবে, তাঁদের জন্ম এবং মৃত্যু দিন পুরসভার পক্ষ থেকে পালন করা হবে। আর এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বেলডাঙা পুরসভার বিরোধী কাউন্সিলররা চি‌ঠি দিয়ে পুরপ্রধানের কাছে জানতে চেয়েছেন কেন ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করা হল না। এ বিষয়ে অবশ্য কোনও সদুত্তর দিতে পারেননি পুরপ্রধান। বিরোধী পক্ষের অভিযোগ পুরপ্রধান ভরত ঝাওর এই সব বিষয়ে এখন বড়ই এড়িয়ে যাচ্ছেন। দিন কয়েক আগে নিজে সকলকে আমন্ত্রণ করে মাতঙ্গিনী হাজরার জন্মদিনে গরহাজির ছিলেন পুরপ্রধান নিজেই। আর সেই বিতর্ক কাটতে না কাটতে ফের ইন্দিরা বিতর্কে তিনি। বিরোধীদের অভিযোগ ‘রঙ’ বদলে এখন নাকি তিনি নিজের ‘শিকড়কেই’ ক্রমশ ভুলে যাচ্ছেন। যদিও এই নিয়ে ভরত বাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!