এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভোটের সমীক্ষা > রাত পোহালেই গণনা, কোন দল কত আসন দখল করতে চলেছে? দেখে নিন, প্রিয়বন্ধু মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা!

রাত পোহালেই গণনা, কোন দল কত আসন দখল করতে চলেছে? দেখে নিন, প্রিয়বন্ধু মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই বাংলার মসনদ কে দখল করবে, তার চূড়ান্ত ফলাফল সামনে আসবে। তবে তার আগে বিভিন্ন সমীক্ষক সংস্থা তাদের সমীক্ষা সামনে আনতে শুরু করেছে। এক্ষেত্রে ব্যতিক্রম নয় প্রিয়বন্ধু মিডিয়াও। নির্বাচন শেষে আমরাও প্রতিটি জেলা এবং দফা ধরে ধরে আমাদের সমীক্ষা সামনে আনতে চলেছি। কোন জেলায় কারা এগিয়ে থাকছে, কারা দখল করতে পারে বেশিরভাগ আসন, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে আমাদের সমীক্ষক দল। আর তার ভিত্তিতেই গণনা পর্বের আগে বাংলার ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে, তার কিছুটা আভাস দিতে চলেছি আমরা।

বলা বাহুল্য, এর আগে 2014 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 35 টি আসন পেতে পারে বলে সমীক্ষায় আভাস দিয়েছিল প্রিয়বন্ধু মিডিয়া। বাস্তবে ফলাফল প্রকাশের পর তা অনেকটাই মিলে যায়। যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34 টি আসন। একইভাবে 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 215 টি আসন পেয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে পারে বলে সমীক্ষায় আভাস দিয়েছিল প্রিয়বন্ধু মিডিয়া। বাস্তবে ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছিল, তৃণমূলের প্রাপ্ত আসন সংখ্যা  211 টি ।

একইভাবে 2019 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলা থেকে দখল করতে পারে 19 টি আসন বলে দাবি করেছিলাম আমরা। বাস্তবে বিজেপি পেয়েছিল 18 টি আসন। অর্থাৎ 2014 সাল থেকে আমরা যে সমীক্ষা করে এসেছি, তা কিছুটা হলেও বাস্তবের মাটিতে ফলপ্রসূ হয়েছে। তাই এবারে 2021 সালের যখন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বাংলায়, তখন বিভিন্ন সমীক্ষক সংস্থা তাদের মত করে সমীক্ষা আপনাদের সামনে এনেছে। আর এবার জেলা এবং দফা অনুযায়ী দেখে নিন আমাদের সমীক্ষা। জেনে নিন, কোন জেলায় এগিয়ে থাকছে কোন রাজনৈতিক দল।

প্রথমেই জেলা ভিত্তিক ফলাফল প্রকাশ করছি আমরা। জেনে নিন –

১) কোচবিহার: এই জেলায় মোট আসন সংখ্যা 9। এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 2 টি আসন এবং বিজেপি পেতে পারে 7 টি আসন।

2 ) আলিপুরদুয়ার: এই জেলায় মোট আসন সংখ্যা 5। যেখানে তৃণমূল এবং মোর্চা খাতাই খুলতে পারবে না বলে মনে করছে আমাদের সমীক্ষক সংস্থা। 5 টি আসনের মধ্যে 5 টি আসন যেতে চলেছে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে।

৩) জলপাইগুড়ি: এই জেলায় মোট বিধানসভা কেন্দ্র 7 টি। যেখানে আলিপুরদুয়ার জেলার মতই বিরোধী রাজনৈতিক দলগুলোকে কার্যত অস্বস্তিতে ফেলে সব আসন দখল করতে পারে গেরুয়া শিবির।

 

৪) কালিম্পং: এই জেলায় 1 বিধানসভা কেন্দ্র। যা যেতে পারে ভারতীয় জনতা পার্টির দখলে।

৫) দার্জিলিং : এই জেলায় মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 5 টি। যেখানে 5 টিই যেতে পারে ভারতীয় জনতা পার্টির দখলে।

৬) উত্তর দিনাজপুর: কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় মোট আসন সংখ্যা 9। যেখানে সংযুক্ত মোর্চা তেমনভাবে কোনো আসন পাবে না বলেই আমাদের সমীক্ষায় উঠে এসেছে। তবে এখানে বিজেপিকে কিছুটা চাপে রেখে সামনে এগিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। যেখানে 9 টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 6 টি আসন এবং বিজেপি পেতে পারে 3 টি আসন।

৭) দক্ষিণ দিনাজপুর: এই জেলায় মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 6। যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 2 টি আসন এবং বিজেপি পেতে পারে 4 টি আসন।

 

৮) মালদহ: গনি গড় হিসেবে পরিচিত এই জেলায় সংযুক্ত মোর্চা কিছুটা হলেও মাথা তুলে দাঁড়াতে পারে বলে আভাস দিচ্ছে আমাদের সমীক্ষা। যেখানে মোট 12 টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 6 টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে 6 টি আসন। তবে যেকোনো কারণেই হোক, মালদহ জেলায় তৃণমূল কংগ্রেস এবারে নির্বাচনী খাতাই খুলতে পারবে না বলে মনে করছে প্রিয়বন্ধু মিডিয়ার এই সমীক্ষা।

৯) মুর্শিদাবাদ: এই জেলায় মোট 22 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9, বিজেপি 2 এবং সংযুক্ত মোর্চা পেতে পারে 9 টি আসন বলে আভাস দিচ্ছে আমাদের সমীক্ষা।

১০) নদীয়া: এই জেলার 17 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলকে টেক্কা দিয়ে বিজেপি পেতে পারে 13 টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে 3 টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে। অন্যদিকে 1 টি আসন পেতে পারে অন্যান্যরা।

 

১১) উত্তর 24 পরগনা: বাংলার উত্তরপ্রদেশ বলা হয় এই জেলাকে। এখানে মোট আসন সংখ্যা 33। যার মধ্যে বিজেপি 21, তৃণমূল 10 এবং সংযুক্ত মোর্চা 2 টি আসন পেতে পারে।

১২) দক্ষিণ 24 পরগনা: এই জেলায় মোট বিধানসভা কেন্দ্র 31 টি। যার মধ্যে তৃণমূল পেতে পারে 17 টি বিজেপি পেতে পারে 10 টি এবং সংযুক্ত মোর্চা পেতে পারে 4 টি আসন।

১৩) কলকাতা: বাংলার রাজধানী বলা চলে কলকাতাকে। যেখানে মোট বিধানসভা কেন্দ্র 11 টি। আমাদের সমীক্ষায় উঠে এসেছে, এখানে কিছুটা হলেও এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূলের দখলে যেতে পারে 8 টি আসন এবং বিজেপির দখলে যেতে পারে 3 টি আসন।

 

১৪) হাওড়া: এই জেলায় মোট বিধানসভা কেন্দ্র 16 টি। তবে তৃণমূলের থেকে এখানে সামান্য কিছু আসনে এগিয়ে থাকতে পারে ভারতীয় জনতা পার্টি। সমীক্ষায় উঠে এসেছে, এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 7 টি আসন এবং বিজেপি পেতে পারে 9 টি আসন।

১৫) হুগলি: মোট বিধানসভা কেন্দ্র 18 টি। তবে এখানে তৃণমূল কংগ্রেসকে কার্যত মুছে দিয়ে বেশিরভাগ আসন দখল করতে পারে গেরুয়া শিবির। সমীক্ষায় দেখা যাচ্ছে, এই জেলায় 18 টি আসনের মধ্যে বিজেপির দখলে যেতে পারে 17 টি আসন এবং 1 টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে ঘাসফুল শিবিরকে।

১৬) পূর্ব মেদিনীপুর : এই জেলায় মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 16 টি। এখানেও বিজেপি অনেকটাই চাপে রাখতে পারে তৃণমূল কংগ্রেসকে। যেখানে বিজেপির দখলে যেতে পারে 14 টি আসন এবং তৃণমূলের দখলে যেতে পারে 2 টি আসন।

 

১৭) পশ্চিম মেদিনীপুর: এই জেলায় মোট বিধানসভা কেন্দ্র 15 টি। পূর্ব মেদিনীপুরের মত এখানেও তৃণমূল কংগ্রেস পেতে পারে 2 টি আসন এবং বিজেপি দখল করতে পারে 13 টি আসন।

১৮) ঝাড়গ্রাম: এই জেলায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে 4 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবকটিই দখল করতে পারে গেরুয়া শিবির। আমাদের সমীক্ষায় অন্তত তেমনটাই উঠে এসেছে।

১৯) পুরুলিয়া: মোট 9 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2 টি দখল করতে পারে তৃণমূল কংগ্রেস এবং 7 টি আসন দখল করতে পারে ভারতীয় জনতা পার্টি।

 

২০) বাঁকুড়া : এই জেলার 12 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের দখলে যেতে পারে মাত্র 1 টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে 11 টি আসন।

২১) পূর্ব বর্ধমান: এই জেলায় মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 16 টি‌। যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 6 টি আসন এবং বিজেপি পেতে পারে 10 টি আসন।

২২) পশ্চিম বর্ধমান: মধ্যে 9 টি আসনই দখল করতে পারে গেরুয়া শিবির। সেদিক থেকে তৃণমূল কংগ্রেস বা সংযুক্ত মোর্চার দখলে তেমন কোনো আসন যাচ্ছে না বলেই উঠে এসেছে আমাদের সমীক্ষায়।

২৩ ) বীরভূম : এই জেলার মোট 11 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4 টি আসন দখল করতে পারে তৃণমূল কংগ্রেস এবং 6 টি আসন দখল করতে পারে বিজেপি। অন্যদিকে সংযুক্ত মোর্চার দখলে যেতে পারে 1 টি আসন।

অর্থাৎ এই ছিল 23 টি জেলার সমীক্ষা। আর প্রিয়বন্ধু মিডিয়ার করা এই সমীক্ষার ভিত্তিতে মোট ফলাফল দেখে নিন এক নজরে —

মোট আসন:  294 টি
তৃণমূল:  82 টি ,  বিজেপি : 187 টি  , সংযুক্ত মোর্চা : 22 এবং অন্যান্য : 1 টি আসন পেতে চলেছে।

তবে জেলা ভিত্তিক ফলাফলের পাশাপাশি বাংলার বিধানসভা নির্বাচনে যে 8 দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই প্রত্যেকটি দফার ফলাফল সামনে নিয়ে আসব আমরা। তৃণমূল থেকে বিজেপি এমনকি সংযুক্ত মোর্চা সকলেই দাবি করতে শুরু করেছিলেন, যত দফা এগোবে, ততই তারা ভালো ফল করতে শুরু করবে। এক্ষেত্রে নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। রাত পোহালেই গণনা পর্ব‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তার আগে বাংলায় আট দফায় নির্বাচন হয়েছে। সেই প্রতিটি দফায় আসনসংখ্যা ধরে ধরে কোন দফায় কারা এগিয়ে রয়েছে এবং কারা কত বেশি আসন পেতে পারে, তার সমীক্ষা করেছে প্রিয়বন্ধু মিডিয়া। এবার সেই সমীক্ষা আপনাদের সামনে নিয়ে আসছি আমরা। দেখে নিন দফা অনুযায়ী কোথায় কারা এগিয়ে রয়েছে….

১) প্রথম দফা: নির্বাচন হয়েছিল মোট 30 টি আসনে। যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 3 টি আসন এবং বিজেপির দখলে যেতে পারে 27 টি আসন।

২) দ্বিতীয় দফা: এই দফাতেও মোট 30 টি আসনে নির্বাচন হয়েছিল। যেখানে বিজেপি পেতে পারে 26 টি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে 4 টি আসন।

৩ ) তৃতীয় দফা: তৃতীয় দফায় 31 টি আসনে নির্বাচন হয়েছিল। যেখানে তৃণমূল 15 টি, বিজেপি 15 টি এবং সংযুক্ত মোর্চা 1 টি আসন পেতে পারে বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে।

৪)  চতুর্থ দফা: নির্বাচন হয়েছিল মোট 44 টি আসনে। সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, এই 44 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 12 টি আসন। বিজেপি পেতে পারে 29 টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে 3 টি আসন।

৫)  পঞ্চম দফা: নির্বাচন হয়েছিল মোট 45 টি আসনে। যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 10 টি আসন, বিজেপি পেতে পারে 33 টি আসন এবং সংযুক্ত মোর্চার দখলে যেতে পারে 2 টি আসন।

৬)  ষষ্ঠ দফা: মোট 43 টি আসনে নির্বাচন হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেস 15 টি, বিজেপি 27 টি এবং অন্যান্যরা 1 টি আসন পেতে পারে।

৭‌)  সপ্তম দফা: মোট 34 টি আসনে নির্বাচন হয়েছিল। যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 9 টি আসন। বিজেপি পেতে পারে 19 টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে 6 টি আসন।

৮) অষ্টম দফা: সর্বশেষ এই দফায় মোট 35 টি আসনে নির্বাচন হয়েছিল। যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 14 টি আসন, বিজেপি পেতে পারে 11 টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে 10 টি আসন।

আর বাংলায় যত দফায় নির্বাচন হয়েছে, ঠিক তত দফায় কোন দল কত আসন পেতে পারে, তার বিস্তারিত সমীক্ষা তুলে ধরলাম আমরা। যেখানে 292 টি কেন্দ্রের মধ্যে বিজেপি পেতে পারে 187 টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 82 টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 22 টি আসন এবং অন্যান্যদের দখলে যেতে পারে 1 টি আসন। অর্থাৎ আমাদের সমীক্ষা অনুযায়ী, জেলাভিত্তিক বা দফাভিত্তিক চুলচেরা বিশ্লেষণ করে বাংলায় এবার ক্ষমতা দখল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি বলে একটি আভাস দেওয়া হয়েছে।

যে কোনো নির্বাচনের পরেই প্রতিটি সমীক্ষক দল তাদের মত করে সমীক্ষা করে। প্রত্যেক ক্ষেত্রে সমীক্ষা যে হুবহু মিলে যাবে, এমনটা নয়। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদের এই সমীক্ষা নির্বাচনের আগে আমরা জনতা জনার্দনের কাছে বাংলায় রাত পোহালে গণনাপর্বে ঠিক কি হতে চলেছে, তার আভাস দেওয়ার চেষ্টা করলাম মাত্র। বাকিটা আগামীকাল গণনার বাক্স খোলার পরেই পরিষ্কার হয়ে যাবে। যার জন্য অপেক্ষা করে আছে গোটা বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!