এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ প্রদেশ কংগ্রেস সভাপতির

করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ প্রদেশ কংগ্রেস সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যের একাধিক জেলার মতো মুর্শিদাবাদ জেলাতেও যথেষ্ট আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪৮০ জন। গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু ঘটেছে এই জেলায়। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন জেলার ৩৬০৪ জন মানুষ। এবার জেলার করোনা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন বহরমপুরের সাংসদ ও সেইসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল জেলাশাসক শরদকুমার দ্বিবেদীকে এক চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ। এই চিঠিতে তিনি জানিয়েছেন যে, তাঁর লোকসভা কেন্দ্রে একটি অক্সিজেন প্লান্ট স্থাপন করতে ও সমগ্র মুর্শিদাবাদ জেলার জন্য অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত দুটি এম্বুলেন্স কিনতে। এই সমস্ত কাজ তিনি তাঁর সাংসদ তহবিলের অর্থ থেকে করতে চেয়েছেন। তিনি জেলাশাসককে এই তহবিল থেকে অর্থ ব্যয় করার কথা জানিয়েছেন। অধীর চৌধুরী আর্জি জানিয়েছেন, এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে।

প্রদেশ কংগ্রেস সভাপতির এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসিত হয়েছে রাজনীতি মহলে। এলাকাবাসীরাও তাঁর এই পদক্ষেপের যথেষ্ট প্রশংসা করেছেন। সম্প্রতি দেশে যেভাবে অক্সিজেনের অভাব চলছে, প্রাণবায়ুর অভাবে যেভাবে প্রাণ হারাচ্ছেন বহু করোনা রোগী, সেসময়ে অধীর চৌধুরীর এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় বলেই রাজনৈতিক মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!