এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীকে মহম্মদ সেলিমের তীব্র আক্রমন

মুখ্যমন্ত্রীকে মহম্মদ সেলিমের তীব্র আক্রমন

অনুব্রত মন্ডল কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছেন বিরোধীরা। আর এবার অনুব্রত মন্ডলকে ছেড়ে তাঁর কারণে স্বয়ং মুখ্যমন্ত্রীকে আক্রমন করে বসলেন বামফ্রন্টের সাংসদ মহম্মদ সেলিম। গতকাল পূর্ব বর্ধমানের গুসকরায় মহম্মদ সেলিম অনুব্রতর কুকথার জন্য কটাক্ষ করলেন মমতাকে। তিনি বলেন, অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায় বলে তাঁকে প্রশ্রয় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং, এবার অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে তাঁকেই। সেলিম আরও বলেন ‘অনুব্রতর মতো লোকেরা’ ‘অণু’ থেকে ‘ হনু’ হয়েছেন মমতার কাছ থেকে অক্সিজেন পেয়েই। মানুষ যখন অক্সিজেন সাপ্লাই কমিয়ে দেবেন ওই ‘হনু’রা আবার ‘অণু’তে পরিণত হবে।
তিনি মমতার সমালোচনা করেন কড়া ভাষায়। মহম্মদ সেলিম বলেন, মমতা একদিন বলেছিলেন তিনি গুন্ডাদের কন্ট্রোল করেন। কিন্তু রাজ্য জুড়ে যে গুন্ডাগিরি মাফিয়ারাজ চলছে তখন চুপ কেন মুখ্যমন্ত্রী? এখন তিনি নিশ্চয় বুঝছেন সবসময় গুণ্ডাগিরি কন্ট্রোল করা যায় না। যে আগুন নিয়ে খেলছেন ওই আগুনেই পুড়ে ক্ষার হয়ে যাবেন। এবার মানুষই তৃণমূলীদের জবাব দেবে, সেদিন এসে গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!