এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনের আগে চূড়ান্ত ডামাডোল গুজরাট বিজেপিতে

নির্বাচনের আগে চূড়ান্ত ডামাডোল গুজরাট বিজেপিতে

সামনেই গুজরাটের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন কার্যত নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রেস্টিজ ইস্যু। মোদী-শাহের জুটি আগে দাবী করেছিলেন এবারের গুজরাট নির্বাচনে ১৮২ টির মধ্যে অন্তত ১৫০ টি আসনে জয়লাভ করে বিজেপি পুনরায় ক্ষমতা দখল করবে। কিন্তু কোনো ওপিনিয়ন পোলই বিজেপিকে ওই সংখ্যক আসন দিচ্ছে না। তার উপর শেষবেলায় রাহুল গান্ধী আসরে নেমে একের পর এক জোট করে বেশ ভালো লড়াইয়ের মঞ্চ তৈরি করছেন। এই পরিস্থিতিতে গুজরাটের প্রার্থী তালিকা ঠিক করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর প্রার্থী তালিকা সামনে আসতেই তা নিয়ে বিজেপির অভ্যন্তরে অসন্তোষ থামার লক্ষণ নেই। গতকাল বিজেপি সভাপতি অমিত শাহের সামনে বিক্ষোভ দেখান কিছু বিক্ষুব্ধ কর্মীরা। ইতিমধ্যেই টিকিট না পেয়ে দল ছেড়েছেন বিজয় রুপাণি সরকারের উপমন্ত্রী পদ মর্যাদার সংসদীয় সচিবদের অন্যতম জেঠা সোলাংকি। ছেলেকে টিকিট না দিলে দল ছাড়বেন বলে হুমকি দিয়েছেন সাংসদ লীলাধর বাঘেলা। এই অবস্থাতেই বিজেপি আরও ৩৬জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন ১৯টি নতুন মুখ। ২০১২ তে পরাজিত বেশ কয়েকজন প্রার্থীর নামও আছে সেই তালিকায়। টিকিট পাননি মন্ত্রীসভার মহিলা সদস্য নির্মলা ওয়াধানি। পোরবন্দরের মন্ত্রী বাবুভাই বোখাড়িয়া টিকিট কাটা যাওয়ার শঙ্কায় গোঁজ প্রার্থী হিসেবে নিজের স্ত্রীকে দাঁড় করিয়ে দিয়েছেন। সব মিলিয়ে গুজরাট বিজেপি জুড়ে তীব্র অশান্তির বাতাবরণ, যা দেখে মুচকি হাসছেন কংগ্রেস নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!