ফাঁস হয়ে গেছে হাজার-হাজার আধার তথ্য, আপনারটা সুরক্ষিত তো? জাতীয় বিশেষ খবর রাজ্য November 20, 2017 দেশের মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের ২১০টি ওয়েবসাইট, জানালো আধার কার্ড নিয়ামক সংস্থা UIDAI, সম্প্রতি আধার কার্ডের তথ্য গোপনীয়তা বিষয়ে তথ্য জানার অধিকার আইনে একটি আবেদন জানানো হয়। সেই আবেদনের জবাব দিতে গিয়েই UIDAI জানায় তারা কোনো তথ্য প্রকাশ করে নি কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলিয়ে প্রায় ২১০টি ওয়েবসাইট সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে। তবে বিষয়টি নজরে আসার পর সেইসব তথ্য সরিয়ে দেওয়া হয়েছে। তথ্য গোপন রাখতে তাদের সিস্টেম নিয়মিত আপগ্রেডেশনের কথাও জানায় UIDAI, ফলে সেখান থেকে তথ্য চুরি বা প্রকাশ্যে আসা কার্যত অসম্ভব। কিন্তু কেন্দ্র ও রাজ্যের প্রায় ২১০ টি ওয়েবসাইটে এই তথ্য বেরিয়ে গেছে যেহেতু ঐসব ওয়েবসাইট সরাসরি UIDAI এর অধীনে নয়, তাই তারা চাইলেও তা আটকাতে পারবে না। আর এই খবর সামনে আসতেই আতঙ্ক ছাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রসঙ্গত আধার গোপনীয়তার অধিকার ভঙ্গ করে কি না সেই বিষয় এখন সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন। এইসময় আধার তথ্য সামনে আসা আদতে সরকারের ব্যর্থতার দিকটাই তুলে ধরছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আপনার মতামত জানান -