মোদী ‘ডুবছেন’ তাই ‘নার্ভাস’, বিস্ফোরক অভিযোগ নেতার! রাজ্য হাওড়া-হুগলি July 24, 2018 দীর্ঘ সময় পরে সংবাদ শিরোনামে এলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতা বলে বিদ্রুপ করেন কল্যাণ। রাহুল গান্ধীর আলিঙ্গনই মোদীকে যোগ্য জবাব বলে মনে করেন এই তৃণমূল সাংসদ। সঙ্গে জানিয়ে দেন, জোট হতে চলায় বিজেপি-র হার বুঝতে পেরে টেনশনে আছেন মোদী। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। এদিন হুগলির শ্রীরামপুরে দুর্গোত্সবের খুঁটিপুজোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ শ্লেষের সুরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন , “একেবারে যোগ্য জবাব দিয়েছেন রাহুল গান্ধী। বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভিনেতা নরেন্দ্র মোদীকে মুখের ওপর জবাব। এক আলিঙ্গনেই বাজিমাত করেছেন। তাই এখনও হজম করতে পারছেন না প্রধানমন্ত্রী। যার জের এখনও চলছে। শুধু জবাবি ভাষণেই নয়, পরবর্তী জনসভাতেও রাহুলের আলিঙ্গনের ব্যাখ্যা দিতে হচ্ছে মোদীকে।” এর পরেই কল্যাণবাবু বলেন, “মোদী ডুবে গিয়েছেন। একেবারে যথার্থ উত্তর পেয়েছেন। ওঁর সঙ্গে এখন শিবসেনা ও তেলেগু দেশম পার্টি নেই। সবকটি বিরোধী দল এক জায়গায় আসছে, বুঝেই নার্ভাস হয়ে পড়েছেন মোদী। বুঝতে পেরে গিয়েছেন ২০১৯-এ ফেরা হবে না। এই বাংলা থেকে ৪২-এ ৪২ করে বিজেপিকে চরম জবাব দেব আমরা। তৃণমূল ২০১৯ দিল্লি দখলের লক্ষ্যে তৈরি । একযোগেই মোদীকে দিল্লির সিংহাসন চ্যুত করতে ঝাঁপিয়ে পড়বে বিরোধীরা।” আপনার মতামত জানান -