রাজ্যের বিচারকদের জন্য ইন্টারিম রিলিফ ও বকেয়া নিয়ে বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের রাজ্য July 24, 2018 এবার রাজ্যের বিচারকদের জন্য পুজোর আগেই বড়সড় ঘোষণা করলেন রাজ্যসরকার। অন্তর্বর্তীকালীন আর্থিক সুবিধা অর্থাৎ ইন্টারিম রিলিফ পেতে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে,সেকেন্ড ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশের ভিত্তিতে বিচারকররা ৩০ শতাংশ হারে ইন্টারিম রিলিফ পেতে চলেছেন। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে এই ইন্টারিম রিলিফের বকেয়া দেওয়া হবে। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেশ হওয়ার পর এই ইন্টারিম রিলিফ অ্যাডজাস্ট করা হবে। বেতনের বিলে এই রিলিফ আলাদাভাবে উল্লেখ থাকবে। এছাড়াও আরো জানানো হয়েছে, আগে যে ইন্টারিম রিলিফ দেওয়া শুরু হয়েছিল,সেটা বন্ধ হয়ে যাবে আগামী জানুয়ারীতেই। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। অন্যদিকে,জানুয়ারী থেকেই ১৮% হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের। ইন্টারিম রিলিফ এবং ডিএ ধরলে সবমিলিয়ে ২৫% হারে ডিএ বাড়বে সরকারি কর্মীদের। ওদিকে সমস্ত দিক হিসাব করে আগামী বছরের প্রথম মাস থেকেই ১২৫% হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরারা। জানা যাচ্ছে,কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১৬ সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়ার সময় ডিএ-র হার ছিল ১২৫%। কেন্দ্রীয় কর্মীদের মতোই রাজ্যসরকারের কর্মীদেরও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১৬ সাল থেকেই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। ২০০৬ সালে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল এবং পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতন বেড়েছিল ২০০৯ সালের এপ্রিল মাসে। তার আগের এক বছরের বর্ধিত বকেয়া বেতন তিনটি কিস্তিতে দেওয়া হয়েছিল। এছাড়াও দেওয়া হয়নি ২৭ মাসের বকেয়া। তবে এবার নিয়ম কতোটা কার্যকর হয় সেদিকেই নজর দিয়ে রয়েছেন সরকারি কর্মীরা। ২০১৬ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় কর্মীদের তুলনায় রাজ্য কর্মীরা ৫০ শতাংশ কম ডিএ পেয়েছেন,এমনটাই হিসাব বলছে। পরবর্তী সময়েও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কার্যকারী ডিএ-তে বিস্তর ফারাক ছিল। ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে কর্মীদের বকেয়া মেটাতে এককালীন বিপুল খরচার সম্মুখীন হতে চলছে রাজ্য সরকার। তবে এদিকে, রাজ্যের সরকারি কর্মীরা এখন থেকেই খুশি জোয়ারে ভাসতে শুরু করে দিয়েছেন,এমনটাই জানা যাচ্ছে। আপনার মতামত জানান -