এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০২১-এর পর দিদিমণিকে কালীঘাটের বাড়িতে সবজি কাটতে হবে – জানালেন প্রভাবশালী নেতা

২০২১-এর পর দিদিমণিকে কালীঘাটের বাড়িতে সবজি কাটতে হবে – জানালেন প্রভাবশালী নেতা

” ২০২১-এর পর দিদিমণিকে কালীঘাটের বাড়িতে সবজি কাটতে হবে।” এই ভাবে কড়া ভাষায় এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করলেন। মালদহের গাজোলে বিজেপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তিনি। এদিন শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আগামী লোকসভায় ৪২ টি ৪২ টি আসনই নিজেদের ঝুলিতে রাখতে চেয়ে বার্তা দেন কর্মীদের।

আর সেই নিয়েও এদিন কার্যত চ্যালঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রীকে জানান যে তিনি গতবারে যে ৩৪ টি আসনে জিতেছিলেন এবারেও যদি সেগুলি সব জিততে পারেন তবে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানানোর দ্বায়িত্ব তাঁর। সাথেই করা হুঁশিয়ারি দিয়ে জানান যে পঞ্চায়েত ভোটে নিজেদের পুলিশ দিয়ে অবাধ ভোট করিয়ে জিতেছে শাসকদল। কিন্তু তাতেও পিছপা হয়নি বিজেপি ,তারা তাদের সাধ্যমতো লড়েছে। এবং জিতেও দেখিয়েছে। তবে আগামী লোকসভায় আর তা হবে না, কারণ তখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হবে। তাই যা চাইবেন, তাই পাবেন, সেটা ভাবা বৃথা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিজেপি দলের রাজ্য সভাপতি এদিন তৃণমূলকে সংখ্যালঘু ভোট হারানোর কথাও বলেন। দাবি করেন সংখ্যালঘুরা এবার তৃণমূলকে নোই বিজেপিকে ভোট দেবেন। তিনি জানান তৃণমূল কংগ্রেস দল প্রধানতঃ যাদের বলে বলীয়ান, সেই সংখ্যালঘু ভোট আর পুরো পাবে না তাঁরা। কারণ বিজেপি দল সংখ্যা লঘু ভোট কে নিজেদের পক্ষ নিয়ে আসতে যা কিছু পদক্ষেপ গ্রহণ করার সবই প্রায় শুরু করে দিয়েছে বিজেপি। ইতিমধ্যে তার খসড়া পত্র প্রস্তুত হয়ে গিয়েছে।

এদিন তাঁর ভাষণের শেষ পর্যায়ে তৃণমূল কংগ্রেস দলকে হুমকি দিয়ে গেরুয়া শিবিরের অভিজ্ঞ এই নেতা বললেন যে পঞ্চায়েত নির্বাচন দিয়ে বিজেপিকে মাপতে গেলে তা ভুল করা হবে । কারণ পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। তা যদি হত, তাহলে অন্তত ২০ হাজার আসনে জিতত বিজেপি।কিন্তু আগামী লোকসভায় অন্য বিজেপিকে দেখা যাবে।পাশাপাশি তিনি দাবি করেন যে, তৃণমূল যতই বলুক, আমরা দুটি আসন ধরে রাখতে পারব না। আদতে দেখা যাবে তৃণমূলই ৩৪টি আসন ধরে রাখতে পারছে না।বিজেপি দুই নয়, ২ থেকে ২২টি আসনে জিতবে। এর পরেই তীব্র কটাক্ষ হেনে বলেন যে, ”তৃণমূলের এত হাঁকডাক সব বন্ধ হয়ে যাবে লোকসভা ভোটের পর। আর ২০২১-এর পর দিদিমণিকে কালীঘাটের বাড়িতে সবজি কাটতে হবে।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!