এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের সঙ্গে দূরত্ব আরও বাড়ল শুভেন্দু অধিকারীর! নতুন এই পদক্ষেপে জল্পনা চরমে দলের অন্দরে

তৃণমূলের সঙ্গে দূরত্ব আরও বাড়ল শুভেন্দু অধিকারীর! নতুন এই পদক্ষেপে জল্পনা চরমে দলের অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে শুভেন্দু অধিকারী? সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক বৈঠক শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হবে বলে জানানো হলেও, শেষ পর্যন্ত সেরকম কোনো জায়গা দেওয়া হয়নি রাজ্যের পরিবহনমন্ত্রীকে। তিনি যে সমস্ত জেলার পর্যবেক্ষক ছিলেন, সেই সমস্ত জেলা থেকে তাকে সরিয়ে দিয়ে কোর কমিটির সদস্য করা হয়েছে।

ছত্রধর মাহাতো থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্য তৃণমূলের সম্পাদক করা হলেও, শুভেন্দু অধিকারীর মত প্রবল প্রতাপশালী ব্যক্তিকে সেরকম কোনো জায়গা দেওয়া হয়নি। যার ফলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল। তবে সেরকম কোনো পদক্ষেপ শুভেন্দু অধিকারী না নিলেও তার আচার-আচরণ ব্যাপক জল্পনা সৃষ্টি করেছিল তৃণমূলের অন্দরমহলে। গত 9 আগস্ট জঙ্গলমহলে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান উদযাপিত হলেও সেখানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পার্থ চট্টোপাধ্যায়ের মত তৃণমূলের প্রবীণ নেতা তথা শিক্ষামন্ত্রী উপস্থিত থাকলেও, কেন শুভেন্দুবাবু সরকারি অনুষ্ঠানে উপস্থিত না থেকেও দূরে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। তাহলে কি তৃনমূলের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারীর? অনেকে বলছেন, শুভেন্দুবাবু নভেম্বর মাসের জন্য অপেক্ষা করছেন। তার আগে তিনি এখন নিজের মত করে টিম তৈরি করছেন। আর তার কারণেই এই পদ্ধতি শুরু করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকরা বলছেন, প্রশান্ত কিশোরের পরামর্শ মত অনেক কর্মসূচিকেই বাস্তবে মান্যতা দিচ্ছেন না শুভেন্দু অধিকারী।

যার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে অনেকদিন ধরেই জল্পনা তৈরি হচ্ছিল‌। আর এবার ধীরে ধীরে শুভেন্দু অধিকারী দলের সঙ্গে দূরত্ব তৈরি করে তা পরোক্ষে দলকে বার্তা দিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!