এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার হাত ধরা হবে কিনা সীতারামরা সিদ্ধান্ত নেবেন লোকসভা নির্বাচনের পরে

মমতার হাত ধরা হবে কিনা সীতারামরা সিদ্ধান্ত নেবেন লোকসভা নির্বাচনের পরে


মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরা হবে কিনা সীতারাম ইয়েচুরি সিদ্ধান্ত নেবেন লোকসভা নির্বাচনের পরে। বিজেপি বিরোধী জোট গঠনে সক্রিয় হয়ে উঠেছে বিরোধী দলগুলি। বিজেপি বিরোধী দলগুলি একে অপরের সাথে জোট গঠনের জন্য সুসম্পর্ক বজায় রাখছে। তবে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ভোটের আগে জোট গঠনে নারাজ কিন্তু তৃণমূলের সাথে ‘ফ্লোর শেয়ারে’ তাঁর কোনো আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন। গুজরাটে কোনোক্রমে টিকে আছে গেরুয়া শিবির। সম্প্রতি কর্নাটকেও বড়সড় ধাক্কা খেতে হয়েছে বিজেপিকে। কংগ্রেস শাসিত কর্নাটকে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও, সবথেকে বড় দল হিসাবে সরকার গঠনের দাবি জানায় বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী পদে শপথও নেন বিএস ইয়েদুরাপ্পা। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে না পেরে তাঁকে দুদিনের মধ্যে পদত্যাগ করতে হয়।

এরপরেই বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন কংগ্রেসের জোটসঙ্গী জেডিএস নেতা কুমারস্বামী। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল-সনিয়া, অখিলেশ-মায়াবতী। এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি প্রমুখ বিরোধী দলের নেতারা। লোকসভা ভোটার আগে জোট গঠন প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদকমন্ডলীর বৈঠকে এদিন সীতারাম ইয়েচুরি জানান, উত্তরপ্রদেশের বহুজন সমাজপার্টি শক্তিশালী। ওড়িশায় শাসকদল বিজেডি। কিন্তু, লোকসভা ভোটে আলাদাভাবে লড়াই করবে ধর্মনিরপেক্ষ দলগুলি। জোটের বিষয়টি চূড়ান্ত হবে, ভোটের পর। এদিন তিনি আরও বলেন, ভারতের রাজনীতিটা বুঝতে হবে। ২০০৪-এ লোকসভা ভোটে ত্রিপুরা ও কেরলে কংগ্রসকে হারিয়ে আমরা ৬১টি আসনে জিতেছিলাম। তৃণমূল বিরোধী স্লোগান দিলেও তৃণমূলের সাথে ফ্লোর শেয়ারে যে তাঁর কোনো আপত্তি নেই সেকথা তিনি অবশ্য স্পষ্ট করেই জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!