এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বরাষ্ট্রমন্ত্রীকেও বহিরাগত বলে বিতর্কে অভিষেক! উত্তাপ বঙ্গজুড়ে!

স্বরাষ্ট্রমন্ত্রীকেও বহিরাগত বলে বিতর্কে অভিষেক! উত্তাপ বঙ্গজুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –“নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান” এটাই ভারতবর্ষের মহানতার পরিচয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে এই কবিতাকে আওড়ান। আর বাংলার মাটিতে এই কবিতাকে মাঝেমধ্যেই বলতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই যেন বহিরাগত ইস্যুতে এই কবিতায় বলা বাণীকে কার্যত খন্ডন করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ভারতবর্ষ একটি মহান দেশ। আর সেই দেশের একাধিক রাজ্য থাকা সত্ত্বেও প্রতিটি প্রদেশের মানুষের পরিচয় তারা ভারতবাসী।

এক্ষেত্রে “বহিরাগত” বলে কোনো কথা হয় না। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি কোনো মানুষ আসেন, তাহলে তাকে “বহিরাগত” বলা সাজে না। কিন্তু সামনে যখন বাংলার বিধানসভা নির্বাচন, তখন সেই নির্বাচনে বিজেপির পক্ষ থেকে একাধিক হাইপ্রোফাইল নেতারা যখন বাংলায় প্রচারের কাজে আসতে শুরু করেছেন, তখন তাদের বহিরাগত বলে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আর মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে নিজের রাজনৈতিক কর্মসূচি চালালেও, এবার তাকে প্রকাশ্যে থেকে বহিরাগত বলে রীতিমত শোরগোল ফেলে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বহিরাগত বলা হবে, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

বস্তুত, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়াম থেকে বিজেপির একাধিক নেতাকে “বহিরাগত” বলে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী “বহিরাগত” বলে মন্তব্য করতে দেখা যায় তাকে। আর এখানেই প্রশ্ন তৈরি হয়েছে, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে খুশি যেতে পারেন। কিন্তু দেশের মধ্যে কোনো প্রদেশে যদি তিনি যান, তাহলে কেন তাকে বহিরাগত বলা হবে! বিভিন্ন অঙ্গ রাজ্য নিয়ে গঠিত হয় ভারতবর্ষ।বিভিন্ন প্রদেশের মানুষের সব থেকে বড় পরিচয় তারা ভারতবাসী। এক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষ গেলে তাদেরকে যদি এভাবে “বহিরাগত” বলে আক্রমণ করা হয়, তাহলে ভারতবর্ষের সার্বভৌমত্ব কোথায় গিয়ে দাঁড়াবে, এখন তা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, ভোট রাজনীতি ঠিক কতটা করুন হতে পারে, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য থেকেই পরিষ্কার‌। একজন নির্বাচিত জনপ্রতিনিধি তথা মন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য সত্যিই দুর্ভাগ্যজনক বলেই দাবি করছেন অনেকে।বিশ্লেষকদের মতে, ভারতবর্ষের মানুষরা কেউ বহিরাগত হতে পারে না। এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিভিন্ন কাজে মানুষ যেতেই পারেন। সেক্ষেত্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বাংলায় আসেন, তাহলে তাকে বহিরাগত বলা কার্যত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। অতীতেও বারবার এই বহিরাগত নিয়ে উত্তাপ ছড়িয়েছে বাংলায়। আর এবার নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই সেই বহিরাগত ইস্যুতে সুর চড়াতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে।

একাংশ বলছেন, তৃণমূল কংগ্রেস এখন অত্যন্ত চাপে রয়েছে। সামনে নির্বাচন। তার আগে বিজেপি যেভাবে উঠেপড়ে লেগেছে বাংলা দখলের জন্য, তাতে ক্রমশ অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরের। তাই এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার উত্তরবঙ্গের মাটি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে “বহিরাগত” বলে বিতর্কিত মন্তব্য করে বসলেন। যা রাজ্য রাজনীতিতে বিরোধীদের হাতে নয়া হাতিয়ার তুলে দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!