এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের বিস্তারিত তথ্য চাইলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, দিলেন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস

ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের বিস্তারিত তথ্য চাইলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, দিলেন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের নানা স্থানে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাঁদের কর্মীদের মারধর, হেনস্থা, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করা হয়েছে। অনেকে প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছেন। তাঁদের ঘরে ফিরতে গেলে মোটা টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে একাধিক স্থানে।

এই পরিস্থিতিতে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় এক টুইট করেছিলেন। যে টুইটে তিনি জানান, তাঁর কাছের এক মানুষ তাঁর কাছে কাঁদতে কাঁদতে এসেছিলেন ও জানিয়েছিলেন কয়েক হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মোটা অংকের টাকা দিলে, তবেই তাদের ঘরে ফিরতে দেয়া হবে। তিনি অসহায়, কেএসএ চলে গেছেন, ডি ফোন তুলছেন না।

বিজেপি নেতা তথাগত রায়ের এই বিস্ফোরক ট্যুইটের পর ঘরছাড়াদের ঘরে ফেরাতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টুইট করে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তথাগত রায়কে তিনি অনুরোধ করেন, ঘরছাড়াদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে। তাঁরা যে দলেরই হোন না কেন? তাঁদের সকলকে দ্রুত ও সুরক্ষিত অবস্থায় বাড়ি পৌঁছে দেয়া হবে। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দিয়েছিলেন তিনি।

এরপর ঘরছাড়াদের নাম ঠিকানা জানতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর বিজেপি নেতা তথাগত রায় এক টুইট করে জানিয়েছিলেন, ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি মন্ত্রীর কাছে তাঁর ই-মেইল বা হোয়াটসঅ্যাপ জানতে চেয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর টুইট করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, গত ৭ ই জুন তিনি তথাগত রায়কে ঘরছাড়াদের ব্যাপারে বিস্তারিত তথ্য দেবার অনুরোধ করেছিলেন। তাঁকে তাঁর ইমেইল আইডি তিনি শেয়ার করতে ইচ্ছুক। তাঁর কাছ থেকে তিনি উত্তরের প্রত্যাশা করেছিলেন, কিন্তু কোনো জবাব আসেনি, তাই তাঁকে বার্তা পাঠানো সম্ভব হয়নি। কারণ, তিনি সেই ব্যবস্থা বন্ধ করে রেখেছেন। নিজের দাবি অনুযায়ী তথাগত রায়কে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রসঙ্গত, নির্বাচনের পর থেকে যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বারবার ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করেছে গেরুয়া শিবির, সেদিক থেকে বিচার করলে ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর এই আশ্বাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। আবার, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি। ঘরছাড়াদের ব্যাপারে দ্রুত তথ্য দেবার অনুরোধ করেছেন তিনি, উপযুক্ত তথ্য পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!