এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আরও দুই বিজেপি বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে? ঘাসফুল মুখপাত্রের পোস্ট ঘিরে তীব্র জল্পনা !

আরও দুই বিজেপি বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে? ঘাসফুল মুখপাত্রের পোস্ট ঘিরে তীব্র জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলার রাজনৈতিক শিবিরের চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এরমধ্যে আগামী দিনে নির্বাচনী লড়াইয়ের সামনের সারিতে উঠে এসেছে যে যুযুধান দুই শিবির, সেগুলি হল- তৃণমূল এবং বিজেপি। এবং এই দুই শিবির বাংলার রাজনীতিতে টিকে থাকতে বর্তমানে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। আর তার মধ্যে একে অন্যের ঘর ভাঙ্গা অন্যতম কাজ। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে, তৃণমূলে দলবদলের ঢল নেমেছে।

সম্প্রতি তৃণমূলের এক মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন, বিজেপির 2 বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও কারা এই দুই বিধায়ক হবেন, তা তিনি স্পষ্ট করেননি। তবে আগেও এই মুখপাত্র দাবি করেছিলেন, 4 জন সাংসদ যোগ দেবেন বিজেপি থেকে তৃণমূলে। যদিও এই চারজন কে সে প্রসঙ্গেও তিনি স্পষ্ট কোনো নাম জানাননি। তবে সম্প্রতি যে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে তা হলো এই মুখপাত্র জানিয়েছেন, আগামী দিনে গেরুয়া শিবির থেকে যারা দলবদল করবেন তার মধ্যে একটি বটগাছ আছে। এবং এই বটগাছ কে হচ্ছেন, তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তদন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগেও তৃণমূলের এই মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, এক বিধায়ক এবং 4 জন সাংসদ তৃণমূলে যোগ দেবেন গেরুয়া শিবির থেকে। উল্লেখ্য, তৃণমূল মুখপাত্রের এই পোস্টের পরেই বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসেছেন বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য্য। প্রসঙ্গত তিনি মুকুল রায়ের হাত ধরেই গেরুয়া শিবিরে গিয়েছিলেন, আর তারপরেই তৃণমূলের এই মুখপাত্র নতুন করে সোশ্যাল মিডিয়ায় নিজের কথার সত্যতা দাবি করে আবারো ইঙ্গিত দিলেন দলবদলের। আর সে জায়গায় তিনি জানিয়ে দিলেন, এবার আরো 2 বিধায়ক এবং 4 জন সাংসদ ও 16 জন কাউন্সিলর তৃণমূলে আসতে চলেছেন গেরুয়া শিবির থেকেই।

সেক্ষেত্রে তিনি বুঝিয়ে দিয়েছেন, দেরি মানেই ঘটনাটি যে ঘটবে না এমন নয়। তবে বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের মুখপাত্র যে দাবি করেছেন তা যদি সত্যি হয় তাহলে একুশের নির্বাচনের আগেই গেরুয়া শিবিরে নামতে চলেছে বিশাল ধ্বস। যদিও তৃণমূলের এই মুখপাত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, যেভাবে গেরুয়া শিবির থেকে একের পর এক দলবদল হচ্ছে তৃণমূলে, তাতে অচিরেই তৃণমূলের শক্তি বেড়ে চলেছে। যা একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে বেশ কিছুটা এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!