এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এত জেদ, এত অহং কেন? কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তীব্র আক্রমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

এত জেদ, এত অহং কেন? কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তীব্র আক্রমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অন্যান্য বছরের মতো এ বছর করোনা সংক্রমনের কারণে গত মার্চ এপ্রিল-মে মাসে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এরপর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গত জুলাই মাসে এই পরীক্ষা গুলি নেবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনা সংক্রমণের কারণে তা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গতকাল পয়লা সেপ্টেম্বর থেকে জয়েন এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়েছে। যা চলবে আগামী ৬ ই সেপ্টেম্বর পর্যন্ত।

সেইসাথে নিট ইউজি পরীক্ষা হবে আগামী ১৩ ই সেপ্টেম্বর। কিন্তু দেশে করোনার ভয়াবহ সংকটকালে সর্বভারতীয় পরীক্ষাগুলি নেবার ব্যবস্থা করায় দেশের বেশ কিছু বিরোধী দল কেন্দ্রীয় সরকারকে বারবার পরীক্ষা স্থগিত করবার দাবি জানায়। তবে এতে বিশেষ কোনো লাভ হয়নি এরপর বিরোধী ৬ টি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। কিন্তু তাতেও কিছু হয়নি।

প্রসঙ্গত, সর্বভারতীয় এই পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে একাধিক পত্র পত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। সেই থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিশেষ ভাবে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় পরীক্ষা গ্রহণ কে কেন্দ্র করে একের পর এক বিষেদাগার করে চলেছেন তিনি প্রধানমন্ত্রীর প্রতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ বুধবারের নবান্ন থেকে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন যে, সংবাদ মাধ্যমে তিনি লক্ষ্য করেছেন বহু পরীক্ষার্থী সার্বিক করোনা সংক্রমণের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পারেনি। কারণ রাজ্যের করোনা সংক্রমনের কারণে রাজ্যের গণ পরিবহন ব্যবস্থা স্বাভাবিক অবস্থার মতো নেই। কিছু-কিছু পরীক্ষার্থীর সমস্যার সঙ্গে লড়াই করে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। কিন্তু সকল পরীক্ষার্থীর পক্ষে তা সম্ভব হয়নি। তাদের প্রতি আক্ষেপ করে করেছেন মুখ্যমন্ত্রী। আক্ষেপ করে তিনি বলেছেন, ” তাঁদের বছর নষ্ট হল।”

এরপর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “ এত জেদ, এত অহং কেন? ”
এ প্রসঙ্গে তিনি আরো জানালেন, পরীক্ষার্থীরা কখনোই পরীক্ষা বাতিল করতে বলেনি, তারা তারা শুধু পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছিল। কারণ বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো যথেষ্ট কষ্টসাধ্য ও সেইসঙ্গে ঝুঁকিবহুল। কিন্তু কিছুতেই তাদের আবেদনে সাড়া দেয় নি।

এরপর প্রশ্নাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রীর প্রতি মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ” কে আপনাকে অধিকার দিয়েছে ছাত্র-ছাত্রীদের বিপাকে ফেলার, ওদের ভবিষ্যত নষ্ট করার? ”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!