এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এক ভারতীয় কোম্পানির হাত ধরে নভেম্বরেই ভারতের বাজারে করোনা ভ্যাক্সিন পাঠাবে রাশিয়া? জেনে নিন

এক ভারতীয় কোম্পানির হাত ধরে নভেম্বরেই ভারতের বাজারে করোনা ভ্যাক্সিন পাঠাবে রাশিয়া? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে করোনার মারাত্মক প্রভাব থেকে বাঁচতে প্রতিষেধক ছাড়া যে কোনো উপায় নেই, সে কথা পরিষ্কার করে দিয়েছেন ইতিমধ্যেই চিকিৎসক ও বিশেষজ্ঞরা। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বর্তমানে চলছে করোনা প্রতিষেধক নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু ইতিমধ্যেই রাশিয়া ঘোষণা করে দিয়েছে, তাঁরা করোনার ভ্যাকসিন স্পুটনিক আবিষ্কার করে ফেলেছে। কিন্তু এই ভ্যাকসিন নিয়ে রীতিমতো বিতর্ক চলছে বিশ্ববাজারে। কিন্তু সূত্রের খবর, ভারতের বুকে এবার মিলতে পারে রাশিয়ার বিতর্কিত ভ্যাকসিন।

শোনা যাচ্ছে, ভারতের ওষুধ নির্মাতা সংস্থা ডক্টর রেড্ডি’স ল্যাব রাশিয়ার ভ্যাকসিন নির্মাতা রাশিয়ান ডাইরেক্টর ইনভেস্টমেন্ট ফান্ডের সাথে 10 কোটি ভ্যাকসিনের চুক্তি করেছে। জানা গেছে, এই ভ্যাকসিন নভেম্বর মাসের মধ্যেই ভারতে আসতে পারে। এই খবরে ইতিমধ্যে শেয়ার মার্কেটে ডক্টর রেড্ডি’স শেয়ার 100 টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 4624.45 পয়সায়। এ প্রসঙ্গে রাশিয়ার ভ্যাকসিন নির্মাতা RDIF এর সিইও কিরিল ডিমিত্রিভ জানিয়েছেন, যদি ট্রায়াল সফল হয় তাহলে এই ভ্যাকসিন নভেম্বর মাসের মধ্যে ভারতে পাওয়া যেতে চলেছে।

তার কথা থেকেই জানা গেছে, ডক্টর রেড্ডি গত 25 বছর ধরে রাশিয়ায় ব্যবসা করছে এবং সবাই জানি ভারতের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি হল ডক্টর রেড্ডি। অন্যদিকে RDIF এর পক্ষ থেকে কিরিল ডিমিত্রিভ আরও জানিয়েছেন, রাশিয়ান ভ্যাকসিনে রয়েছে হিউম্যান অ্যাডিনোভাইরাস যা ভারতকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত করবে। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন বিগত এক দশক ধরে রাশিয়ায় হিউম্যান অ্যাডিনোভাইরাস ডুয়েল ভেক্টর প্ল্যাটফর্মের আড়াইশো ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং কোন ক্ষেত্রেই কোন নেগেটিভ পরিণাম এখনো পর্যন্ত দেখা যায়নি বলে দাবী করা হয়েছে। এ প্রসঙ্গে ডঃ রেড্ডিস এর ম্যানেজিং ডায়রেক্টর জিবি প্রসাদ জানিয়েছেন, রাশিয়ান ভ্যাকসিনের ফেজ ওয়ান এবং ফেজ টু ইতিমধ্যে সফল হয়েছে। এবার তৃতীয় পর্যায়ের ট্রায়াল ভারতে হবে। অন্যদিকে জানা গেছে, তৃতীয় দফার ট্রায়াল না করেই নিজেদের তৈরী ভ্যাকসিনের অনুমোদন দিয়ে বিতরকের সূত্রপাত ঘটেছিল রাশিয়া। সেই বিতর্ককেই সঙ্গী করে এবার ভারতের বুকে পা রাখতে চলেছে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক।

কিন্তু ভারতীয় বিশেষজ্ঞদের মধ্যে এই ভ্যাকসিন ব্যবহার নিয়ে শুরু হয়েছে দ্বিমত। যেহেতু তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করেনি এই ভ্যাকসিন, সেক্ষেত্রে এই ভ্যাকসিন ভারতীয়দের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে চিকিৎসকদের ও গবেষকদের। অন্যদিকে ভারতেও করোনার প্রতিষেধক তৈরি হচ্ছে সেরাম ইনস্টিটিউটে্র তত্ত্বাবধানে। এসব দেখে বলাই যায় করোনার প্রতিষেধক ভারতে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তাই অধীর আগ্রহে রয়েছে ভারতবাসীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!