এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনাকালে বিনোদন জগৎকে বাঁচাতে সংসদে বড়সড় মানবিক আবেদন নুসরত জাহানের! কুর্নিশ জানালেন মিমিও

করোনাকালে বিনোদন জগৎকে বাঁচাতে সংসদে বড়সড় মানবিক আবেদন নুসরত জাহানের! কুর্নিশ জানালেন মিমিও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা প্রারম্ভে শুরু হয়েছিল দেশজুড়ে লকডাউন। আর লকডাউন শুরু হতেই সারাদেশের অফিস, কাছারি, স্কুল-কলেজ, যানবাহনের সাথে সাথে ঝাঁপ পড়ে বিনোদন জগতেরও। দীর্ঘদিন ধরে সিনেমাহল খোলেনি। বর্তমানে দেশ আনলক অবস্থায় আসলেও এখনো পর্যন্ত সিনেমা হল খোলা নিয়ে কেন্দ্র কোনো সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের বিনোদন জগতের শিল্পীরা সিনেমা হল খোলার দাবি তুলেছেন। এবার বাংলার সিনেমা জগতের তারকারাও যোগ দিলেন এই দাবীতে।

সম্প্রতি বিনোদন জগতের কলাকুশলীদের জন্য ত্রাণের আর্জি নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। এদিন লোকসভার বাদল অধিবেশনে করোনা সংকটের আবহে বিনোদন জগতের ব্যাপক ক্ষতির কথা তিনি তুলে ধরেন। তার সঙ্গেই তিনি জানান, গত মার্চ মাস থেকে বিনোদন জগতের সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে। ফলে বহু মানুষের রোজগার বন্ধ। এই অবস্থায় বিনোদন জগতের কর্মীরা পড়েছেন ব্যাপক বিপর্যয়ের সামনে। তাই সাংসদ হিসাবে তিনি সাহায্য করতে পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এদিন কেন্দ্রীয় সরকারের কাছেও তিনি আবেদন রেখেছেন দেশের বিনোদন জগতের শিল্পী এবং কলাকুশলীদের পাশে দাঁড়ানোর। সকলের জন্যই ত্রাণের আরজি জানান সাংসদ নুসরত জাহান। দীর্ঘদিন ধরেই মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে আসছে, নিউ নরমালে সিনেমা হলগুলি খোলার জন্য। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সিনেমা হল খোলার ব্যাপারে অনুমতি দেয়নি। উল্লেখ্য, নিউ নরমালে জিম এবং রেস্টুরেন্টগুলি খুলে গেছে। এবার টলিউডের হেভিওয়েট তারকা দেব, মিমি চক্রবর্তী, অঙ্কুশ সহ অন্যরা অন্যান্য টালিউড তারকারাও নুসরতের সঙ্গে দাবি করেছেন সিনেমা হল খোলার।

এক্ষেত্রে নুসরত জাহান সিনেমা হল খোলার দাবি নিয়ে একটি ভিডিও করে টুইটারে শেয়ার করেছেন ‘আনলক সিনেমা সেভ জবস’ হ্যাশট্যাগ যুক্ত করে। নুসরত জাহানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলা টলিউড মহল। তবে প্রত্যেকেই চাইছেন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে এবার সিনেমা হলগুলো খুলুক। করোনাবিধি বজায় রেখেই বিনোদনের সূত্রপাত হোক। তাতে সাধারণ মানুষ যেমন বিনোদন পাবেন, ঠিক সেভাবেই বিনোদন জগতের কলাকুশলীরাও বিপর্যয়ের হাত থেকে বাঁচবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই শেষ কথা বলবে। তাই সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!