এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে শীর্ষ আদালত অবমাননার অভিযোগ ! বিস্ফোরক রাজীব!

বিজেপির বিরুদ্ধে শীর্ষ আদালত অবমাননার অভিযোগ ! বিস্ফোরক রাজীব!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আর তারপরেই তাকে ত্রিপুরার দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই একেবারে মাটি কামড়ে ত্রিপুরাতে করে থাকছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ত্রিপুরার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে উত্তপ্ত হতে দেখা যাচ্ছে পরিস্থিতি। তৃণমূলের পক্ষ থেকে প্রতি মুহূর্তে অভিযোগ করা হচ্ছে যে, সন্ত্রাস সৃষ্টি করছে রাজ্যের শাসক দল। আর এই পরিস্থিতিতে একের পর এক তৃণমূল প্রার্থীকে হেনস্থা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে সরব হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “এই তো বিজেপির গণতন্ত্র। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি স্বৈরাতন্ত্র কায়েম করছে। বিরোধী প্রার্থীদের অত্যাচার, আক্রমণ করেই চলেছে। দুদিন আগে তৃণমূল প্রার্থীর চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। তৃনমূলকে কোথাও প্রচার করতে দিচ্ছে না। ফ্ল্যাগ, ফেস্টুন পুড়িয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের অবমাননা করছে সরকার। বিরোধীদের ওপর একনাগাড়ে হামলা করা হচ্ছে।” বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগেই এই ব্যাপারে শীর্ষ আদালতের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়ে যাতে কোনোভাবেই অশান্তি না হয়, সেই কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তৃণমূলের পক্ষ থেকে লাগাতারভাবে অভিযোগ করা হচ্ছে যে, রাজ্যে বিরোধীদের প্রচার করতে বাধা দিচ্ছে বিজেপি। আর এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করার অভিযোগ তুলে গেরুয়া শিবিরের বিড়ম্বনা বাড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!