এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আনুগত্য প্রকাশের নজির, সবার সামনেই তৃণমূল বিধায়ককে জুতো পরিয়ে দিলেন দলীয় কর্মী

আনুগত্য প্রকাশের নজির, সবার সামনেই তৃণমূল বিধায়ককে জুতো পরিয়ে দিলেন দলীয় কর্মী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আনুগত্য প্রকাশ করার বিভিন্ন নজির বিভিন্ন সময়ে দেখা যায়। বিশেষ করে যখন কোন উচ্চ ক্ষমতাশালী ব্যক্তিদের কাছের মানুষ হয়ে ওঠার প্রয়োজন পড়ে, তখন আনুগত্য দেখানো ছাড়া সেখানে আর কোন রাস্তা নেই বলেই মনে করা হয়। আর এবার আনুগত্য দেখাতে গিয়ে দলীয় বিধায়কের পায়ে জুতো পরিয়ে দিলেন দলীয়কর্মী। ঘটনাটি ঘটেছে বর্ধমানে। ঘটনা প্রকাশ্যে আসার পর তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে জুতো পরিয়ে দিচ্ছেন তাঁরই দলের দুই কর্মী, এরকম একটি ঘটনা প্রকাশ্যে আসে। আর তা নিয়ে শুরু হয়ে যায় তীব্র সমালোচনা।

বুধবার কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে বর্ধমান শহরের 35 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত হয়েছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসসহ একাধিক নেতাকর্মী। যেহেতু জাতীয় পতাকা উত্তোলন করতে হয়েছিল বিধায়ককে, তাই তাঁকে অবশ্যই জুতো ছাড়তে হয়েছে। কিন্তু পতাকা উত্তোলনের পর তিনি যখন জুতো পড়তে যান, তখন দেখা যায় দুই যুবক তাঁকে জুতো পরতে সাহায্য করেন। এমনকি বিধায়কের জুতোর ফিতে পর্যন্ত বেঁধে দেন ঐ দুই দলীয় কর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরো ঘটনাটি ভিডিও রেকর্ডের মাধ্যমে বন্দী হয় ফোনে। আর তারপরেই সেটি সোশ্যাল-মিডিয়ায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি আর তারপরেই নেট দুনিয়াতেও তীব্র বিতর্কের সূত্রপাত হয়। কার্যত এই ঘটনায় স্থানীয়দের দাবি, যে দুই যুবককে দেখা গিয়েছে বিধায়ককে জুতো পড়াতে, তাঁরা তৃণমূলের দুই কর্মী। সব সময় তাঁরা বিধায়কের সঙ্গে থাকেন। কিন্তু এই কথা মোটেই মেনে নিচ্ছেন না বিধায়ক খোকন দাস। তিনি পাল্টা জানিয়েছেন, তিনি নিজের জুতো নিজেই পরেন। সমস্যা হওয়ার জন্য তাঁকে সেদিন দুজন সাহায্য করেছিলেন।

তবে যে দু’জন সাহায্য করেছিলেন তাঁদেরকে দলীয় কর্মী বলতে নারাজ বিধায়ক। তিনি তাঁদের পরিচয় দিয়েছেন তাঁর নিজের আত্মীয় বলে। পাশাপাশি বিধায়ক জানিয়েছেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে কুৎসা করছেন তাঁর নামে।কার্যত ঘটনাটি সামনে আসায় গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরেও। অন্যদিকে বিধায়কের মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সব মিলিয়ে এই ঘটনা তৃণমূলের অন্দরেও যে তীব্র অস্বস্তির সূত্রপাত করেছে তা নিয়ে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!