এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্ঘটনাগ্রস্তকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রশংসার আতিশয্যে ভাসছেন তৃণমূল বিধায়ক

দুর্ঘটনাগ্রস্তকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রশংসার আতিশয্যে ভাসছেন তৃণমূল বিধায়ক

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনকাল এমন এসেছে যেখানে অসহায় মানুষকে পড়ে থাকতে দেখে দেখেও সুস্থ সবল মানুষ পায়ে হেঁটে পাশ কাটিয়ে চলে যায়। তাকিয়েও দেখেনা অসহায় মানুষটি জীবিত না মৃত। এই নিয়ে বিভিন্ন সময় সামাজিক তত্ত্বকথা শোনা গেলেও কাজের কাজ কিছুই যে কিছুই হয়না তা বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। কিন্তু না! সবাই বোধহয় সমান হননা। আর তাই অসহায় মানুষকে দেখলে আজও কেউ কেউ আছেন, যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। সে রকমই একজন হলেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।

রাস্তায় রক্তাক্ত যুবককে পড়ে থাকতে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। দুর্ঘটনায় আহত যুবককে পৌঁছে দিলেন তড়িঘড়ি হাসপাতালে। প্রকৃত অর্থে দাঁতনের তৃণমূল বিধায়ক একজন জনপ্রতিনিধি হিসেবে যে কাজটি করেছেন তার জন্য প্রশংসায় ভরিয়ে তোলা হচ্ছে তাঁকে। তবে তৃণমূল বিধায়ক নিজে কিন্তু ব্যাপারটিকে এত বড় করে দেখতে মোটেই রাজি নন। ঘটনার সূত্রপাত সোমবার বেলদাতে। রেলের বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করতে গিয়েছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখান থেকে তিনি দাঁতনে নিজের বাড়ি ফিরছিলেন 60 নম্বর জাতীয় সড়ক ধরে। কেশিয়াড়ি থানার কলাবনী আসতেই তিনি দেখেন, রাস্তার উপরেই দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় এক যুবক পড়ে রয়েছে রক্তাক্ত হয়ে। সাথে সাথেই ওই বিধায়ক গাড়ি থেকে নেমে যুবককে উদ্ধার করে তড়িঘড়ি বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন। জানা গেছে, ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরবর্তীতে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই যুবকের পরিচয় উদ্ধার করা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ওই যুবক বেলদা থানার রানিসরাইয়ের বাসিন্দা।

অন্যদিকে বিক্রমচন্দ্র প্রধানের মানবিক রূপ ফুটে উঠতেই এলাকায় বইছে প্রশংসার বন্যা। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি যে কাজ করেছেন তার তুলনা নেই বলে দাবি করছেন এলাকাবাসীরা। যদিও বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান তাঁর কর্মকান্দকে নিছকই কর্তব্যের নাম দিয়েছেন। অন্যদিকে তৃণমূল শিবিরেও দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অন্যান্য নেতারা। খুব স্বাভাবিকভাবেই ভোটের আগে বিক্রমচন্দ্র প্রধানের এই কাজ তৃণমূলকে স্বাভাবিকভাবেই কিছুটা নম্বর বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!