এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > টিকিট না পেয়ে চরম পদক্ষেপ নিলেন আলিপুরদুয়ারের তৃণমূলের হেভিওয়েট নেত্রী

টিকিট না পেয়ে চরম পদক্ষেপ নিলেন আলিপুরদুয়ারের তৃণমূলের হেভিওয়েট নেত্রী

টিকিট না পেয়ে চরম পদক্ষেপ নিলেন তৃণমূলের হেভিওয়েট নেত্রী। টিকিট না পাওয়ায় ফালাকাটা ব্লকের তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতিত্ব ত্যাগ করলেন সর্বানী দাস। গত নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের পক্ষ থেকে জয়লাভ করেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আসনটি সংরক্ষিত হওয়ায় তাকে ঐ পদে মনোনীত করা যায়নি বলে জানা গেছে এবং ১৪ নং আসনের প্রার্থী করার কথা হলেও পরে সেই সিদ্ধান্তে ও বদল আসে। গতকালই জেলা নেতৃত্বের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন সর্বানী দেবী, তবে দল থেকে পদত্যাগ করেননি বলেও জানা গেছে। তাঁর কথায় “আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, আমাকে ১৪ নং আসনের প্রার্থী করা হবে বলে জানানো হয়,কিন্তু ফালাকাটার দলীয় কিছু নেতাদের এই প্রস্তাবে আপত্তি থাকায় টিকিট পাইনি,এমতাবস্থায় আমার এই দলের দায়িত্বে থাকা সম্ভব নয়,তাই মহিলা কংগ্রেসের সভানেত্রীর পদ ত্যাগ করেছি” এবিষয়ে দুঃখ প্রকাশ করে ঐ জেলার তৃণমূল সভাপতি মোহন শর্মা বলেছেন, “আমাদেরও খারাপ লাগছে, উনাকে বোঝানোর চেষ্টা করছি। আমরাও সর্বানীদেবীকে প্রার্থী করতে চেয়েছিলাম কিন্তু স্থানীয় নেতাদের আপত্তি থাকায় তা করা গেল না,১৪ নং আসন স্থানীয় কাউকে প্রার্থী করা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!