এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অবশেষে ডেঙ্গুর কথা মেনে নিলেন তৃণমূলের মেয়র

অবশেষে ডেঙ্গুর কথা মেনে নিলেন তৃণমূলের মেয়র

রাজ্যজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শাসক-বিরোধিতা তরজা চরমে। শাসকের মতে রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি এমন নয় তা নিয়ে আতঙ্কিত করতে হবে, এ সবই বিরোধীদের ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো। অন্যদিকে বিরোধীদের দাবী ডেঙ্গু নিয়ে আসল পরিস্থিতি সরকার লুকিয়ে যাচ্ছে। এমত পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত মেনে নিলাম ডেঙ্গু নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির কথা।
সব্যসাচী বাবু এদিন বিধাননগরের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর কথা মেনে নিয়ে জানান, “বেআইনিভাবে খাল দখল করে খালের উপর পিলার বানিয়ে ঘর তৈরি করা হচ্ছে। যার ফলে মশা মারার তেল দেওয়া যাচ্ছে না, এলাকা পরিষ্কার করা যাচ্ছে না। খাল জবরদখল হয়ে যাওয়াতেই বাড়ছে বিপদ। খাল জবরদখল করে যাঁরা ঘর তৈরি করছেন, তাঁদেরকে স্থানান্তরিত বা পুনর্বাসনের বিষয়ে অবিলম্বে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। খাল পরিষ্কার না হলে কোনওভাবেই মশার হাত থেকে রেহাই পাওয়া যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!