এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “বিজেপির আপদ” কটাক্ষ, নিশীথকে নিয়ে মহা চিন্তায় মমতা! পাল্টা ধুয়ে দিচ্ছে বিজেপি!

“বিজেপির আপদ” কটাক্ষ, নিশীথকে নিয়ে মহা চিন্তায় মমতা! পাল্টা ধুয়ে দিচ্ছে বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই বুঝতে পারছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে এবারেও তাদের পরাজয় নিশ্চিত। কারণ নিশীথ প্রামাণিকের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, তা কোনো মতেই অস্বীকার করতে পারছেন না তিনি। সেই কারণে বিভিন্ন সভা, সমিতি থেকে সেই নিশীথ প্রামাণিককে আপদ বলে কটাক্ষ করতে দেখা যাচ্ছে তাকে। তার বিরুদ্ধে নাকি অনেক কেস রয়েছে! সেই কারণে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল থেকে! এইরকম অনেক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন। আজকেও তিনি তুফানগঞ্জের সভা থেকে সেই রকম কথা বলেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে, নিশীথ প্রামাণিকের জনপ্রিয়তা নিয়ে প্রচন্ড ভয় পাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কারণেই তাকে উত্তরবঙ্গের মাটি থেকে সব সময় অ্যাটাক করতে দেখা যাচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিককে বিভিন্নভাবে কটাক্ষ করলেও তিনি এখন যে চোরেদের আশ্রয় দিচ্ছেন, তাতে তৃণমূলের ভাবমূর্তি কি খুব ভালো হচ্ছে মানুষের কাছে? তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলছে বিরোধীরা।

প্রসঙ্গত, গতকালের পর আজকে তুফানগঞ্জে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “আমরা যাকে তাড়িয়ে দিয়েছি, যে জনতার আপদ, আমাদের আপদ, সে আজকে বিজেপির সম্পদ হয়েছে। তার বিরুদ্ধে প্রচুর কেস। কিন্তু সে কি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়?” আর তৃণমূল নেত্রীর এই বক্তব্যকেই কেন্দ্র করে পাল্টা কটাক্ষ করছে বিজেপি। তাদের দাবি, শেখ শাহজাহান কি ধোয়া তুলসী পাতা নাকি? নিশীথ প্রামাণিকের জনপ্রিয়তার কাছে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। গতবারের পর এবারেও কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রত্যেকটি আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি।

তাই এখন আতঙ্কগ্রস্ত হয়ে নিশীথ প্রামাণিকের জনপ্রিয়তাকে খাটো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই ধরনের ভিত্তিহীন কথা শুনতে হচ্ছে। তবে মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিশীথ প্রামানিককে আক্রমণ করে ভাবেন, তার দলের সবাই সৎ, তাহলে তিনি ভুল করছেন। কারণ যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অন্যায় তৃণমূল আমলে হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর কেউ সার্টিফিকেট নিতে নারাজ। বরঞ্চ তিনি এই সমস্ত আক্রমণ যত বিজেপিকে করবেন, ততই জনতার মন থেকে সরে যাবেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!