এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের নোংরামো শুরু, দেওয়াল লিখনে কালি! যাদবপুরে শাসকের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা!

তৃণমূলের নোংরামো শুরু, দেওয়াল লিখনে কালি! যাদবপুরে শাসকের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে বিজেপিকে তো বটেই, এমনকি নির্বাচনের সময় বামেদেরকেও প্রচন্ড ভয় পাচ্ছে এই রাজ্যের শাসক দল। সেই কারণে সব জায়গায় শুধুমাত্র বিরোধীদের প্রচারে কি করে বাধা দান করা যায়, সেই চেষ্টা তারা করেই চলেছে। নির্বাচন কমিশনের এত কড়া বার্তার পরেও এদের লজ্জা বলতে কিছু নেই। আসলে ভোটে যারা জিততে পারবে না, তারা তো এই ধরনের অসভ্যতা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যাদবপুরের মত মাটিতে তৃণমূলের সত্যিই এই ধরনের নোংরামো মেনে নেওয়া যায় না। অন্তত তেমনটাই দাবি করছে বামেরা। কিন্তু কি অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে?

সূত্রের খবর, এদিন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের নাম লেখা একাধিক দেওয়ালে কালি ছিটিয়ে দিতে দেখা যায়। সকালে এই চিত্র সামনে আসে বামেদের নেতা কর্মীদের কাছে। আর তারপরেই তারা গোটা ঘটনায় অভিযোগের আঙুল তোলেন তৃণমূলের বিরুদ্ধে। বামেদের দাবি, ভোটের বহু আগে থেকেই দেওয়াল দখলের সময় থেকে তৃণমূল বাধাদান করে আসছিল। তবে বামেরা প্রতিবাদ করায় তারা সেই কাজ করতে পারেনি। কিন্তু এখন চোরেদের মত তাদের লেখা দেওয়ালে কালি ছিটিয়ে দিচ্ছে। তবে এসব করে লাভ হবে না। একাংশ বলছেন, যদি সত্যিই তৃণমূল এই কাজ করে থাকে, তাহলে বুঝতে হবে যে, যাদবপুরেও তাদের পরাজয় নিশ্চিত। সেই কারণেই তারা বামেদের মত শূন্য হয়ে যাওয়া দলকেও এখন ভয় পেতে শুরু করেছেন। আর তৃণমূলের এই সমস্ত কার্যকলাপ তাদের মানুষ থেকে আরও দূরে সরিয়ে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!