এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কাটতে চলেছে শান্তনু-জটিলতা! দিল্লির পদক্ষেপ নিয়ে বাড়ছে জল্পনা!

কাটতে চলেছে শান্তনু-জটিলতা! দিল্লির পদক্ষেপ নিয়ে বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন ধরেই বিজেপিতে একের পর এক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। সবথেকে বেশি আলোড়ন তৈরি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে কেন্দ্র করে। বিজেপির নতুন রাজ্য কমিটিতে মতুয়াদের ঠিক মত জায়গা দেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে শান্তনু ঠাকুরের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ নেতা থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি বৈঠক করেছেন। তাদের পরবর্তী পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। অবশেষে এবার শান্তনু ঠাকুরকে নিয়ে যাবতীয় জটিলতা কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, রবিবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে বিজেপির একাধিক বিক্ষুব্ধ নেতারা উপস্থিত হয়। যেখানে তারা বৈঠক করে বলে খবর। আর তারপরেই দিল্লির তরফ থেকে সবুজ সঙ্কেত মিলেছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেখানে বিজেপির এই সমস্ত বিক্ষুব্ধ নেতারা এবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। পাশাপাশি দিল্লি যাওয়ার কথা রয়েছে শান্তনু ঠাকুরের। সেখানে গিয়ে তিনি সাংগঠনিক ক্ষেত্রে তার যে চাহিদা রয়েছে, সেই বিষয়টি তুলে ধরতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শান্তনু ঠাকুরকে দলে রাখতে কার্যত মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই শেষ পর্যন্ত যাতে বিজেপিতে বড় কোনো ভাঙ্গন না ধরে, তার জন্যই গেরুয়া শিবিরের সর্বোচ্চ নেতৃত্ব শান্তনু ঠাকুর এবং বিজেপির বিক্ষুব্ধ নেতাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন। যার জেরে ধীরে ধীরে শান্তনু ঠাকুরকে নিয়ে বিজেপির যাবতীয় অস্বস্তি কাটতে শুরু করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!