এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা পরিস্থিতিতে বাইরে বেরোনোর পরিবর্তে এবার থেকে নিশ্চিন্ত পরিষেবা পিএনবি ব্যাংকের

করোনা পরিস্থিতিতে বাইরে বেরোনোর পরিবর্তে এবার থেকে নিশ্চিন্ত পরিষেবা পিএনবি ব্যাংকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা সময় করোনার বাড়বাড়ন্ত দেখা দেওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল দেশের বিভিন্ন ব্যাংকের স্বাভাবিক পরিষেবা। তারপর নিউ নর্মালে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে। কিন্তু তাও এখনো করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় সমস্ত ব্যাংকই জোর দিচ্ছে ডিজিটাল পরিষেবার ওপর। আর এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য নিয়ে আসলো নতুন পরিষেবা। বাড়ি বসে ব্যালেন্স চেক থেকে শুরু করে ফান্ড ট্রান্সফার- সবকিছু হয়ে যাবে এক লহমায়।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের গ্রাহকদের উদ্দেশ্যে জানাচ্ছে, এবার থেকে ব্যালেন্স চেক হোক বা ফান্ড ট্রান্সফার সবকিছুই একটিমাত্র এসএমএসের মাধ্যমে কাজ সেরে ফেলা যাবে। এর জন্য বাড়ির বাইরে যাবার আর কোন প্রয়োজনীয়তা পড়বেনা। শুধু প্রয়োজন, রেজিস্টার মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকার। তা হলেই ব্যাংকের মাধ্যমে সমস্ত মেসেজ এসে যাবে গ্রাহকের মোবাইলে। ইতিমধ্যে জানা গিয়েছে, পিএনবি এসএমএস ব্যাঙ্কিং পরিষেবা গ্রাহকদের জন্য সুযোগ দিচ্ছে এক দিনে 5000 টাকা পর্যন্ত ট্রান্সফার করার।

পিএনবি এসএমএস ব্যাংকিং পরিষেবার মাধ্যমে শুধুমাত্র একটি মেসেজ পাঠিয়ে কয়েক মিনিটের মধ্যেই কাজ সেরে ফেলা যাবে। পিএনবি এস এম এস ব্যাংকিং পরিষেবার মেসেজের মাধ্যমে কী কী পরিষেবা পাওয়া যাবে, তা জানার জন্য গ্রাহককে “PNB PROD” লিখে 5607040 নাম্বারে এসএমএস করতে হবে। আর তাহলেই মেসেজের পুরো লিস্ট চলে আসবে গ্রাহকের কাছে। সমস্ত ট্রানজাকশন অ্যালার্ট মেসেজের মাধ্যমে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এসএমএস ব্যাংকিং করতে গেলে ব্যাংকের তরফ থেকে দেওয়া ফরম্যাটে 5607040 নাম্বারে মেসেজ পাঠাতে হবে। সেক্ষেত্রে ব্যালেন্স জানার জন্য BAL /space/ 16 digit Account Number, মিনি স্টেটমেন্ট এর জন্য MINSTMT /space/ 16 digit Account Number, ফান্ড ট্রান্সফারের জন্য SLFTRF /space/ FROM A/C /space/ TO A/C /space/ AMOUNT, চেক স্ট্যাটাস এর জন্য CHQINQ /space/ CHEQUE NUMBER /space/ 16 digit Account Number এবং চেক পেমেন্ট আটকানোর জন্য STPCHQ /space/ CHEQUE NO. /space/ 16 digit Account Number ফরম্যাট ফলো করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে।

শুধু তাই নয়, পিএনবি এসএমএস ব্যাংকিং পরিষেবার মাধ্যমে 24 ঘন্টা ব্যাংক অ্যাকাউন্ট ট্র্যাক করা যাবে বলে জানিয়েছে পিএনবি কর্তৃপক্ষ। খুব স্বাভাবিকভাবেই পিএনবি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কথা মাথায় রেখে যেভাবে ঘরে বসে ব্যাঙ্কিং পরিষেবা দেবার পরিকল্পনা করেছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। ঘরে বসে এক মিনিটে এই সমস্ত কাজ সম্পন্ন করার যে ব্যবস্থা পিএনবি ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে এসেছে, তার জন্য সাধারণ ফোনের থেকেও মেসেজ করা যাবে বলে জানা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই পিএনবি ব্যাংকের গ্রাহক মহল যারপরনাই খুশি এই পরিষেবা পেয়ে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!