এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় বজ্রপাতে মৃত্যুতে নজিরবিহীনভাবে ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীরও

বাংলায় বজ্রপাতে মৃত্যুতে নজিরবিহীনভাবে ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর, শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীরও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাংলা দেখেছে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব। কার্যত ইয়াসের জেরে বাংলার উপকূলবর্তী অঞ্চল তছনছ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন দুর্যোগ আবার বাংলার আকাশে। আজকে আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী দুপুরের পরেই আকাশে ঘনায় অন্ধকার। আকাশ কালো করে নামে অঝোর ধারায় বৃষ্টি ।এবং তার সাথেই শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত। এবং এই বজ্রপাতের ধাক্কা সামলাতে না পেরে বাংলায় মৃত্যু হল 8 জনের।

তবে এই মৃত্যুর পর রাজ্য সরকারের ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পখ থেকে করা হলো বড়োসড়ো ঘোষণা। জানা গিয়েছে, বজ্রপাতে মৃত্যুর কারণে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে দু লক্ষ টাকা। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, আজকে যখন বজ্রপাত সহযোগে বৃষ্টি শুরু হয়, তখন মুর্শিদাবাদের মির্জাপুর নওদা এলাকায় অনেকেই জমিতে কাজ করছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং তাদের মধ্যে আচমকা বজ্রপাতের কারণে সাতজন প্রাণ হারান। বজ্রপাত হেতু আহত 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। অন্যদিকে জানা গিয়েছে, হুগলী জেলাতেও একজন বজ্রপাতের কারণে মারা গিয়েছেন। অর্থাৎ বাংলায় আজকে শুধু বজ্রপাতের কারণেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই খবর আসা মাত্রই সোজাসুজি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, জাতীয় বিপর্যয় তহবিল থেকে প্রত্যেক মৃতের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের 50000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

প্রসঙ্গত, আগের বছর আমফান এবং এবছর ঘূর্ণিঝর ইয়াস বিপর্যয়ের কারণে ক্ষতিপূরণ নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিল রাজ্য সরকার। আর এবার না চাইতেই কেন্দ্রীয় সরকার যেভাবে ক্ষতিপূরণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বাংলায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!