এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ভগবানের ভরসায় বেঁচে রয়েছি” হঠাৎ কেন এমন বললেন দিলীপ ঘোষ!

“ভগবানের ভরসায় বেঁচে রয়েছি” হঠাৎ কেন এমন বললেন দিলীপ ঘোষ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামান্য একটি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে মারা গিয়েছেন 45 জন মানুষ। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী দাবি করছেন, কয়েকটি ছোট ঘটনা ছাড়া আর তেমন কিছুই ঘটেনি। পাশাপাশি তার দলের ওপরে ওঠা অভিযোগের আঙ্গুলকেও নিচে নামাতে চাইছেন তিনি। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, এমন একজনকে জিতিয়ে দেওয়া হয়েছে, যিনি নিজের দোষ দেখতে পান না। আমরা তো ভগবানের ভরসায় বেঁচে রয়েছি।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “45 জন মানুষ মারা যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী বলছেন, তিনি নাকি কোন দোষ করেননি! তার কোনো দোষ নেই। তাহলে আর কি বলা যাবে! আমরা তো ভগবানের ভরসায় বেঁচে রয়েছি। এমন একজনকে জিতিয়ে দেওয়া হয়েছে, যার চোখ নেই, কান নেই, যিনি কিছু দেখতে পান না। শুধুমাত্র অন্যের দোষ দেখে বেড়ান।”

বিরোধীদের কটাক্ষ, এতো মৃত্যুর পরেও কেন চোখ খুলছে না রাজ্যের! কেন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে দুই একটি ছোট ঘটনা ছাড়া তেমন কিছুই ঘটেনি বলে দাবি করছেন! তাহলে এত মৃত্যু হল কেন? কেন নির্বাচন চলাকালীন এতগুলো মানুষের তরতাজা প্রাণ চলে গেল! এই প্রশ্নের জবাব কেন নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? স্বভাবতই তিনি যখন কিছুই দেখতে পাচ্ছেন না, তখন রাজ্যের মানুষের বর্তমান পরিস্থিতি যে অত্যন্ত সঙ্গীন, তা বোঝানোর চেষ্টা করলেন দিলীপ ঘোষ। এক্ষেত্রে ওপরওয়ালার দয়াতেই সকলে বেচে রয়েছে বলে রাজ্যকে আক্রমণ করলেন এই বিজেপি নেতা।

পর্যবেক্ষকদের মতে, বিরোধীদের পক্ষ থেকে লাগাতার গণতন্ত্রে উৎসবে একের পর এক মানুষের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এমনকি আদালতেও এই ব্যাপারে চাপের মুখে পড়ছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও হুশ ফিরছে না রাজ্য সরকার থেকে শুরু করে কমিশনের। যার কারণে রীতিমতো এত মৃত্যু মিছিল নিয়ে প্রশাসনিক প্রধানের দিকেই আঙ্গুল তুললেন দিলীপ ঘোষ। কিন্তু তারপরেও প্রশাসনের প্রধান যেভাবে সবকিছুকে উড়িয়ে দিচ্ছেন, তাতে কতটা হাল ফিরবে রাজ্যবাসীর, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!