এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরকারি প্রকল্পে বড়োসড়ো প্রতারণার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, অস্বস্তিতে শাসকদল

সরকারি প্রকল্পে বড়োসড়ো প্রতারণার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, অস্বস্তিতে শাসকদল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় জনৈক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করে কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে এমন বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। অভিযোগ উঠেছে, দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েত প্রধান উমা দাস ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে ১৬ জনের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।

অভিযোগ উঠেছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপক অর্থ নয়ছয় করেছেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোন কৃষকের যদি মৃত্যু হয়, তবে, তাকে এককালীন ২ লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়। অভিযোগ উঠেছে, বেশ কিছু মৃত ব্যক্তির বয়স কম করে দেখিয়ে ভুয়ো ডেথ সার্টিফিকেট বার করা হয়েছে। এই ডেট সার্টিফিকেট দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে অন্তত ১৬ জন কৃষক বন্ধু প্রকল্পের টাকা তুলে নিয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগ উঠেছে, ১৫ বছর আগেও যার মৃত্যু হয়েছে, সেই ব্যক্তির নামে পর্যন্ত টাকা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জনৈক বিজেপি নেতা জানিয়েছেন যে, পঞ্চায়েত প্রধানের নির্দেশেই এই সমস্ত কাজ চলছে। এবার ধরা পড়ে যাবার পর এই দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন পঞ্চায়েত প্রধান। তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত আছে। তৃণমূল জড়িত না থাকলে প্যাড, স্টাম্প পাওয়া সম্ভব হতো না।

বিজেপির অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধানের সই জাল করে ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করা হচ্ছে। যার সঙ্গে তৃণমূলের একটা অংশ জড়িত রয়েছে। পঞ্চায়েত প্রধান নিজেই নিজের সই জাল করিয়ে নিয়ে শংসাপত্র করেছেন। এই শংসাপত্রে মৃত ব্যক্তির বয়স কমিয়ে দেখানো হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও দলের একাংশের বিরুদ্ধে ওঠা বিজেপির এই অভিযোগে তীব্র অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের, এমনটাই একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!