এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আক্রান্ত গনতন্ত্র, “আগামী একমাস কালা দিবস” দাওয়াই দিলেন শুভেন্দু!

আক্রান্ত গনতন্ত্র, “আগামী একমাস কালা দিবস” দাওয়াই দিলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের গনতন্ত্র যে আক্রান্ত, তা আর নতুন করে বলতে হবে না। একটি নির্বাচনকে কেন্দ্র করে প্রান হারিয়েছেন প্রায় 45 জন মানুষ। আর এই পরিস্থিতিতে সেই সমস্ত শহীদদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার মতে, আগামী একমাস রাজ্যে কালা দিবস পালন করা উচিত। প্রসঙ্গত, এদিন বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “যে পরিমাণ মানুষ মারা গিয়েছেন, তাতে আগামী একমাস রাজ্যে কালা দিবস পালন করা উচিত। আর যাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রার্থীদের আদালতের দ্বারস্থ হওয়া উচিত।”

একাংশের মতে, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন তিনিও একটি মৃত্যু হলেই কখনও বনধ, কখনও রাস্তা অবরোধের পথে হাঁটতেন। তবে এক্ষেত্রে কিছুটা ব্যাতিক্রমী শুভেন্দু অধিকারী। তিনি মানুষকে অসুবিধায় ফেলার মত কাজ না করে গনতন্ত্রকে রক্ষা করতে কালা দিবস পালনের কথা বলে জনমানসকে জাগ্রত করার বার্তা দিয়েছেন। যা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে যে হিংসা হয়েছে, তাতে কোথাও একটা বড় প্রতিবাদ সংগঠিত করা উচিত বিরোধীদের। শুভেন্দু অধিকারী তা খুব ভালোই বুঝতে পেরেছেন। কারন তিনি মন থেকে এই সরকারকে উৎখাত করতে চান। যার কারণে শুধু বড় বড় ভাষন নয়, কাজ এবং প্রতিবাদের মধ্যে দিয়েও তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলতে মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!