এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “হিসেব নেওয়ার সময় চলে এসেছে” এবার বড় খেলা খেলবে বিজেপি! হুঙ্কার শুভেন্দুর!

“হিসেব নেওয়ার সময় চলে এসেছে” এবার বড় খেলা খেলবে বিজেপি! হুঙ্কার শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ হিংসা দেখেছে রাজ্য, তারপর আর মুখ লুকোনোর জায়গা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, এর সঙ্গে প্রশাসনের লোকেরাও জড়িয়ে রয়েছে। প্রশাসনকে দিয়ে গণনা কেন্দ্রে পর্যন্ত কারচুপি করিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার এতদিন সব চুপচাপ দেখলেও, এবার হিসাব হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কেননা এতদিন শুধুমাত্র মুখেই বিজেপি নেতারা বড় বড় কথা বলেছেন, তবে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মী, সকলেই চাইছেন, শাসকের বিরুদ্ধে গ্রহণ করা হোক পদক্ষেপ। তবে কবে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে, তা নিয়ে বিস্তার জলখোলা হয়েছে। আর এবার সেই ব্যাপারেই ইঙ্গিত দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন বিধানসভার গেটে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “সমস্ত বিডিওরা জেলে যাবে। কাঁথির এসডিপিও আমাদের কাউন্টিং এজেন্টদের ভেতরে ঢুকতে দেয়নি। সব হিসাব হবে, এরা ভাবছে যে, এজেন্সি আসছে, অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। এবার শুরুটা হবে। সমস্ত হিসাব নেওয়া হবে।”

বিরোধীদের মতে, মানুষ চাইছে, পদক্ষেপ। মুখের কথায় আর কাজ হবে না। তাই যে সমস্ত অভিযোগ শাসকদলের বিরুদ্ধে উঠেছে, তার বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ গ্রহণ করা যায়। তাহলে সাধারণ মানুষের মনে বিশ্বাস আসবে। আর তারপরেই বিরোধীদের ভোটব্যাঙ্ক আরও মজবুত হবে। তাই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যদি বাস্তব হয়, তাহলে তা বিরোধীদের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক এবং শাসকের অস্বস্তি তীব্র করবে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, দুর্নীতি থেকে শুরু করে গণতন্ত্রের কন্ঠরোধ, বিভিন্ন বিষয়ে শুধু সোচ্চার হতেই দেখা গেছে বিজেপি নেতাদের। এমনকি বারবার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বাংলায় টিম পাঠানো হয়েছে। রাজ্যপালের পক্ষ থেকেও হিংসা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। কিন্তু তারপরও পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে এবার পদক্ষেপের কথা বলে রীতিমত শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!