এখন পড়ছেন
হোম > রাজ্য > আগামী মাসেই পঞ্চায়েত নির্বাচন, দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের !

আগামী মাসেই পঞ্চায়েত নির্বাচন, দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বুধবারই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রাজীব সিনহা। আর তারপর থেকেই কবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, তা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল‌। অবশেষে আজ সাংবাদিক বৈঠক করে সেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনার। জানিয়ে দিলেন, আগামী জুলাই মাসের 8 তারিখেই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন।

প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, “আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী মাসের 8 তারিখে অর্থাৎ 8 জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন হবে। তবে বিজ্ঞপ্তি আগামীকাল জারি করা হবে। আর আজকে যেহেতু সাংবাদিক বৈঠক হচ্ছে, তাই এই সময় থেকেই রাজ্যে লাগু হয়ে যাচ্ছে আদর্শ আচরণ বিধি।” শুধু তাই নয়, বিজ্ঞপ্তি জারি হওয়ার দিন থেকেই মনোনয়নপত্র জমা দিতে পারবেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন চলতি মাসের 15 জুন।

তবে এক দফাতে নির্বাচন হলেও রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই নির্বাচন হবে, তা নিয়ে অবস্থান স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। সবটাই আলোচনার ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন রাজীব সিনহা। মোটের ওপর বহু প্রতীক্ষিত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন এবার ঘোষণা হয়ে গেল। তবে সেই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের প্রতিক্রিয়া কি হয়, কতটা সুষ্ঠুভাবে হয় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!