এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইডি দফতরে হাজিরা দিতেই রুজিরা প্রসঙ্গে বিস্ফোরক মমতা, জেনে নিন!

ইডি দফতরে হাজিরা দিতেই রুজিরা প্রসঙ্গে বিস্ফোরক মমতা, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইডির পক্ষ থেকে আজ তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী রুজিনা বন্দ্যোপাধ্যায়কে। শেষ পর্যন্ত তিনি সেখানে হাজিরা দিয়েছেন এবং দীর্ঘ জেরার পর বাড়ি ফিরে গিয়েছেন। আর সেই বিষয় নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, তিনি এই বিষয়ে কিছু বলতে চান না। যা বলার রুজিরা বন্দ্যোপাধ্যায়ই বলবেন। তবে যারা এই ধরনের কাজ করছেন, তাদের মনে রাখতে হবে, তারা এই দেশের অনুগত, বিজেপি পার্টির চাকর নয়।

প্রসঙ্গত, প্রায় চার ঘণ্টা জেরার পর ইডি দপ্তর থেকে বেরিয়ে আসেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয় নিয়েই প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “দেখুন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। এটা আমার পারিবারিক ব্যাপার। ও ভালো মেয়ে, একটা শান্ত মেয়ে, যা বলার ওই বলবে। কিন্তু আমার মনে হয়, সবকিছুর একটা সীমারেখা থাকা উচিত। মনে রাখা উচিত, যারা এই কাজ করছেন, তারা দেশের অনুগত, বিজেপি পার্টির চাকর নন।”

পর্যবেক্ষকদের মতে, বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, তৃণমূলকে পাল্লা দিতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে চাপে রেখে বিভ্রান্তি সৃষ্টি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে পেছন থেকে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই কাজ করাচ্ছে বিজেপি বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। তবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করতেই সেই বিষয় নিয়ে আরও প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূলের একাংশ। আর এই পরিস্থিতিতে দীর্ঘ জেরার পর রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরে যেতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নাম না করে কটাক্ষ করে বিজেপিকে চাপে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!