এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা সরকারের প্রশংসায় পঞ্চমুখ নুসরত জাহান,

মমতা সরকারের প্রশংসায় পঞ্চমুখ নুসরত জাহান,


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। আজ এই বৈঠকে টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারের প্রতি একাধিক প্রশংসা বাক্য উচ্চারণ করলেন। রাজ্য সরকারের প্রতি প্রশংসা করে তিনি জানালেন যে, তৃণমূল সরকারের আমলে রাজ্যে ১২ থেকে বেড়ে ৪২ টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এছাড়া একাধিক প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে উৎসাহিত করছে সরকার। এই সরকারের আমলে রাজ্যের ব্যাপক উন্নতি ঘটেছে বলে, দাবি করেন তিনি।

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান জানালেন যে, গত এক সপ্তাহ ধরে তৃণমূল ভবনে নিয়মিত কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যেখানে বক্তব্য রাখছেন দলের শীর্ষস্থানীয়রা নিয়মিত। আজকের বক্তব্য দানকালে একাধিকবার তিনি জানালেন যে, তিনি রাজনীতির কথা বলতে চান না। বরং, মুখ্যমন্ত্রীর আমলে বাংলার উন্নতির কথা বলতে চান তিনি।তিনি দাবি করেছেন যে, স্বাস্থ্য, শিক্ষা, নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গের যথেষ্ট অগ্রগতি ঘটেছে।

যুব সমাজের কথা বলতে গিয়ে তিনি জানালেন যে , গত ৮ বছরে বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। তিনি দাবি করেছেন যে, রাজ্যতে মোট এক কোটি মানুষ চাকরি পেয়েছেন। তিনি জানান যে, তিনি রাজনীতির কথা না বলে যুবসমাজকে ভরসা দেওয়ার কথা বলতে চান। তিনি জানালেন, গতিধারা প্রকল্পে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। এই প্রকল্পে উপকৃত হয়েছেন ২৮ হাজারেরও বেশি যুবক। এছাড়া, ব্যবসাতে সুবিধার জন্য দু লক্ষ কোটি টাকা ঋণ দিয়ে বাইক কেনার বন্দোবস্ত করে দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও তিনি জানান যে, উৎকর্ষ বাংলা প্রকল্পতে ছয় লক্ষ যুবককে স্বনির্ভর করা হয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের ব্যাপক অগ্রগতি ঘটেছে। রাজ্যে টিসিএস, উইপ্রো সহ বিভিন্ন তথ্য প্রযুক্তি কোম্পানিতে কর্মলাভ করেছেন রাজ্যের বহু মানুষ। যুবশ্রী প্রকল্পে ১ লক্ষেরও বেশি বেকার যুবক-যুবতী মাসে পনেরশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন বলে জানালেন তিনি। এছাড়া স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্পের কথা জানালেন তিনি একাধিক প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিয়ে উপকৃত করা হয়েছে বহু যুবক যুবতীকে দাবি করেছেন তিনি।

তিনি জানালেন তৃণমূলের শাসনকালে রাজ্যতে ১২ থেকে বেড়ে ৪২ টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যে এখন ৪২ টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া ৮৫ টি নতুন কলেজ আছে গড়ে তোলা হয়েছে। সেই সঙ্গে গড়ে তোলা হয়েছে বহু পলিটেকনিক কলেজ। শিক্ষার্থীদের সুবিধার জন্য একাধিক স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে।অনলাইনে ভর্তির ব্যবস্থাও করেছে রাজ্য সরকার।

বসিরহাটের তারকা তৃণমূল সাংসদ নুসরত জাহান জানালেন যে, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের ব্যাপক উন্নতি ঘটেছে। এরপর রাজ্যবাসীর প্রতি আবেদন জানালেন তিনি, ” বাংলা ভাষা শিখুন, বাংলার শিক্ষা সংস্কৃতি জানুন, বাংলার মানুষকে ভালবাসুন।” এর মধ্যে দিয়েই তাঁর বক্তব্য শেষ করলেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!