এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলে শুরু হতে চলেছে ব্যাপক রদবদল? কে কোন পদে? কার হচ্ছে ডানা ছাঁটা? শুরু তীব্র জল্পনা

তৃণমূলে শুরু হতে চলেছে ব্যাপক রদবদল? কে কোন পদে? কার হচ্ছে ডানা ছাঁটা? শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন বিভিন্ন জেলায় সাংগঠনিক রদবদল শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতিকে বন্ধ করতে যেমন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, ঠিক তেমনই সংগঠনকে চাঙ্গা করতে স্বচ্ছ নেতাদের সামনে আনা হচ্ছে। যার জেরে অনেক পুরনো নেতারা এখন কার্যত তটস্থ হয়ে রয়েছেন। কার পদ যায় আর কেই বা নতুন পদ পান, তার দিকে নজর রয়েছে সকলের‌।

সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের কাছে পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরই এখন কোচবিহার জেলায় তৃণমূলের বিভিন্ন ব্লকের সভাপতি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পদ রাখার জন্য অনেক ব্লক সভাপতি বিধায়কের কাছে তদবির করতে শুরু করেছেন। তবে কে কোন ব্লকের সভাপতির দায়িত্ব পাবে, এখন তা নিয়ে শুরু হয়েছে চরম জল্পনা। একাংশের মতে, তৃণমূলের পক্ষ থেকে এখন যাদের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হবে, এক কথায় ধরে নিতে হবে, তাদের উপর ভরসা রেখেই আগামী দিনে বিধানসভা নির্বাচনে সেই ব্লকে ভালো ফল করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

অর্থ্যৎ রদবদল হলে ব্লক স্তরে এই নতুন নেতাদের নিয়ে এসে এদের হাত ধরেই যে তৃণমূল সংগঠনকে চাঙ্গা করবে, তা কার্যত নিশ্চিত। জানা গেছে, কোচবিহার 1 ব্লক সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন ব্লক সভাপতি খোকন মিয়া। এছাড়াও আশরাফুল আলি ও গজেন বর্মনের নাম রয়েছে।

অন্যদিকে কোচবিহার 2 ব্লকে পরিমল বর্মন, জিতেন বর্মনের নাম রয়েছে। এছাড়াও কোচবিহার শহর ব্লকে ভূষণ সিং, নিরঞ্জন দত্ত, তুফানগঞ্জ 1 ব্লকে সামিউল হক, ফারুক মন্ডল, জগদীশ বর্মন, তুফানগঞ্জ 2 ব্লকে সুরেশ বর্মন, বানেশ্বর বর্মন, দিনহাটা 1 সুবল রায়, আবুয়াল আজাদ, প্রসন্ন দেবশর্মা, দিনহাটা 2 এ মীর হুমায়ুন কবির, বিষ্ণুপদ বর্মন এবং সিতাইয়ে মুক্তিপদ মন্ডলের নাম প্রথম সারিতে রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে দিনহাটা শহরে অসীম নন্দী, বিশু ধর, মাথাভাঙ্গা 1 এ মজিরুল হোসেন, মহেন্দ্র বর্মন এবং মাথাভাঙ্গা 2 এ সাবলু বর্মন এবং রাজীব দত্তের নাম নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। তবে এই সমস্ত নাম নিয়ে আলোচনা হলেও, তার সবটাই জল্পনার পর্যায় রয়েছে। এখনও পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তৃণমূল কংগ্রেস। তবে এই সমস্ত নাম নিয়ে যেহেতু সব থেকে বেশি জল্পনা চলছে, তাই এরাই যে সেই সংশ্লিষ্ট ব্লকের কোনো একটা গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন, সেই ব্যাপারে নিশ্চিত তৃণমূলের অনেকে।

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশে বিধায়কদের ব্লক সভাপতির নামের তালিকা জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই তিনজন বিধায়ক এই তালিকা জমা দিয়েছেন। বাকিদেরটা কয়েকদিনের মধ্যেই আশা করি এসে যাবে। এরপর সেগুলো রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। রাজ্য থেকেই নাম চূড়ান্ত হয়ে আসবে।”

বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনে বহু চেষ্টা করেও কোচবিহার আসন নিজেদের দখলে রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূলের প্রাক্তন যুবনেতা নিশীথ প্রামাণিক বিজেপির টিকিটে দাঁড়িয়ে এখানে জয়লাভ করেছেন। আর তারপর থেকে কোচবিহার জেলায় কার্যত কোণঠাসা হয়ে গেছে শাসকদল।

তবে সম্প্রতি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুরে দাঁড়াতে উদ্যোগী হয়েছে ঘাসফুল শিবির। আর তাই এখন বিভিন্ন সংগঠনকে মজবুত করতে নতুন সভাপতি নিয়োগ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে যে সমস্ত নাম নিয়ে বিভিন্ন ব্লকে গুঞ্জন চলছে, তাদেরকে সেই সংশ্লিষ্ট ব্লকের সভাপতি পদে বসানো হয়, নাকি পুরনোদের ওপরেই সবথেকে বেশি ভরসা রাখা হয়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!