এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাংলায় এ কোন নির্বাচন? কমিশনের কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়তেই সোচ্চার বিজেপি!

বাংলায় এ কোন নির্বাচন? কমিশনের কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়তেই সোচ্চার বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে পালন করতে প্রথম থেকেই বদ্ধপরিকর কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কিন্তু বাংলায় যে পরম্পরা, তাতে যে অশান্তি হবেই, তা ধরেই নিয়েছিলেন সকলে। আর সেই মতো আজ প্রথম দফার ভোট শুরু হতেই বাংলার তিনটি লোকসভা কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই গত তিন ঘন্টায় নির্বাচন কমিশনের কাছে যত অভিযোগ জমা পড়েছে, তা দেখলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে।

সূত্রের খবর, আজ সকাল থেকেই কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে শুরু করে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সমস্ত রাজনৈতিক দল বেশিরভাগ জায়গাতেই বিরোধীরা অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে। আর এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, বিগত তিন ঘন্টায় যে সমস্ত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে প্রায় 151 টির মত অভিযোগ জমা পড়েছে। স্বাভাবিকভাবেই বাংলার মত সংস্কৃতি পরায়ণ রাজ্যে এত কঠোর দৃষ্টি রাখা সত্ত্বেও, নির্বাচন কমিশন যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে কিছুটা হলেও ব্যর্থ, তা এই অভিযোগ জমা পড়ার ঘটনাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গোটা ঘটনা পরম্পরা কোথায় গিয়ে দাঁড়ায়, কতটা সুষ্ঠুভাবে হয় বাংলায় প্রথম দফার লোকসভা ভোট, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!